লিভ ইন সঙ্গিনী অন্য সম্পর্কে জড়িয়ে, ডায়মন্ড হারবারে বেড়াতে এনে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল যুবক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পুলিশকে অভিযুক্ত যুবক জানিয়েছে, প্রেমিকার উপরে হামলা করার প্রস্তুতি নিয়েই মঙ্গলবার ডায়মন্ড হারবারে এসেছিল সে৷
আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবার: পরিকল্পিতভাবে প্রেমিকাকে ঘুরতে আনার নাম করে অ্যাসিড মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার হুগলি নদী তীরবর্তী এলাকায়।
জানা যায়, বিষ্ণুপুর থানার রসপুঞ্জের বাসিন্দা শেখ শাহরুখ তার প্রেমিকাকে নিয়ে মঙ্গলবার ডায়মন্ড হারবার ঘুরতে আসে। এরপ রেই প্রেমিকাকে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় অ্যাসিড ছুড়ে মারেওই যুবক।
advertisement
ঘটনার জেরে ওই তরুণী ছাড়াও হামলাকারী যুবকও আহত হয়ক। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দু জনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত মহিলা মুর্শিদাবাদের বাসিন্দা{ বেশ কিছুদিন ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে শেখ শাহরুখ জানিয়েছে, সম্প্রতি সে জানতে পারে তার প্রেমিকার একাধিক সম্পর্ক রয়েছে৷ সেই রাগেই প্রেমিকার উপরে এ দিন হামলা চালায় সে৷
পুলিশকে অভিযুক্ত যুবক জানিয়েছে, প্রেমিকার উপরে হামলা করার প্রস্তুতি নিয়েই মঙ্গলবার ডায়মন্ড হারবারে এসেছিল সে৷ সেই মতো অ্যাসিডও জোগাড় করে এনেছিল৷ আক্রান্ত তরুণীর সঙ্গে কথা বলে তাঁর বাড়িতেও খবর দেওয়ার চেষ্টা করছে পুলিশ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 31, 2023 11:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
লিভ ইন সঙ্গিনী অন্য সম্পর্কে জড়িয়ে, ডায়মন্ড হারবারে বেড়াতে এনে ভয়ঙ্কর কাণ্ড ঘটাল যুবক