Howrah News: রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছিল সে! দেখেই জাপটে ধরলেন বাইক আরোহী, তারপর যা ঘটল...
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে একটি তিল কাছিম, সাতপাঁচ না ভেবে বাড়িতে নিয়ে আসেন বাইক আরোহী, কাছিমটির প্রাণ বাঁচাতে তুলে দেন পরিবেশকর্মীর হাতে
হাওড়া: উলুবেড়িয়ায় রাস্তা থেকে উদ্ধার তিল কাছিম! রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আস্ত একখানা তিলকাছিম। বৃষ্টি ভেজা রাতে রাস্তায় ঘুরে বেড়ানো তিলকাছিম নজরে আসে বাইক আরোহীর। শিয়াল কুকুর বা গাড়ির চাকায় পড়ে মৃত্যু হতে পারে। অন্যদিকে এক শ্রেণীর মানুষ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মাংসের লোভে হত্যা করতেও পিছুপা হয়না। কাছিমটির প্রাণ বাঁচাতে রাস্তা থেকে তুলে বাড়িতে নিয়ে আসেন বাইক আরোহী সুবীর চক্রবর্তী।
রাতে হাওড়ার উলুবেড়িয়া বড় আমশার বাসিন্দা সুবীর চক্রবর্তী কারখানায় কাজ করে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় লক্ষ্য করেন রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি বড় সাইজের তিলকাছিম। তখনই গাড়ি থেকে নেমে কচ্ছপটিকে ধরার চেষ্টা করেন। সেই মুহূর্তে আরও বেশ কয়েকজন কাছিমটিকে ধরার চেষ্টা করে, তবে সুবীর বাবু চেষ্টায় সফল হয়। এরপর স্থানীয় কয়েকজন দাম দিয়ে কিনতে চায়লেও কাছিমটি তাদের হাতে তুলে দিতে রাজি হননি। তিনি কাছিমটি বাড়িতে নিয়ে এসেন। পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরার সঙ্গে যোগাযোগ করে তার হাতে তুলে দেন।
advertisement
advertisement
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই সমস্ত প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই দিক গুরুত্ব রেখে বন কর্মীদের পাশাপাশি জেলায় পরিবেশ রক্ষায় কাজ করে চলেছে পরিবেশ কর্মীরা। সেইমত বছরে ৩৬৫ দিন পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন বার্তা ও বন্যপ্রাণী রক্ষা করে চলেছেন পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে দেবাশীষ সাঁতরা জানান, বাস্তুতন্ত্র বজায় রাখতে একটি নিরাপদ জলাশয়ে কাছিমটি ছেড়ে দেওয়া হয়। কাছিমটি উদ্ধার করে একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করেছেন সুবীর চক্রবর্তী। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে সমস্ত মানুষের এমন দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 8:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: রাতের অন্ধকারে গুটি গুটি পায়ে ঘুরে বেড়াচ্ছিল সে! দেখেই জাপটে ধরলেন বাইক আরোহী, তারপর যা ঘটল...