East Bardhaman News: লোকে পাগল বলে! তবুও তিনি থেমে থাকেন না, বট গাছ রোপণই নেশা বর্ধমানের মুন্সী বাবুর 

Last Updated:

এ যেন একেবারে ভিন্ন নেশা! এক বিশেষ নেশায় আসক্ত হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের এই ব্যক্তি

+
বটমুন্সী 

বটমুন্সী 

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: এ যেন একেবারে ভিন্ন নেশা! এক বিশেষ নেশায় আসক্ত হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের এই ব্যক্তি। তবে এই নেশায় অন্যের বা নিজের কোনও ক্ষতি নেই। এই নেশা পুরোটাই শুধুমাত্র সমাজের জন্য। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কুঞ্জনগর গ্রামের বাসিন্দা সুফি আলম মুন্সীর নেশা বট গাছ রোপণ করা। তবে শুধু বট গাছ রোপণ করে তিনি ছেড়ে দেন না। নিয়মিত গাছের যত্ন নেন এবং নির্দিষ্ট কারও হাতে সেই গাছের দেখভালের দায়িত্বও তিনি তুলে দেন। ২০১৯ সাল থেকে তিনি এই বট গাছ রোপণ করে চলেছেন। এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা সহ গোটা রাজ্যে ৫১০ টি বট গাছ লাগিয়েছেন মুন্সী বাবু। তবে কীভাবে এমন এক নেশায় আসক্ত হয়ে পড়লেন মুন্সী বাবু ?
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিদ্যুৎ দফতরের মোবাইল ভ্যানের কর্মী। বিভিন্ন সময় আমাদের জনবহুল এলাকায় হাইটেনশন লাইনের নিচে বা পাশে যে সমস্ত গাছ থাকে তাদের ডাল ছাঁটতে হয়। সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল আমরা গাছ ছাঁটছি বেশি লাগাচ্ছি কম। সেই থেকেই বটগাছ রেসকিউ করে রোপন করার চিন্তাভাবনা শুরু করেছি।”মুন্সী বাবু যখন বাড়ি থেকে অফিসে যান তখন মোটরসাইকেলের মধ্যেই ঝোলানো থাকে বোতল ভর্তি জল। অফিস যাওয়ার পথে তার বসানো বিভিন্ন গাছে তিনি জল দেন। একইরকম ভাবে আবার বাড়ি ফেরার পথেও তিনি একই কাজ করেন। গাছের পরিচর্যা করা মুন্সী বাবুর নেশায় পরিণত হয়েছে। তবে সমাজে অনেকেই রয়েছেন যাঁরা গাছ ভালোবাসেন এবং প্রতিনিয়ত গাছ রোপণ করে চলেছেন। তবে মুন্সী বাবুর গাছ রোপণের পদ্ধতি একেবারে ভিন্ন। তিনি গাছের চারা কেনেন না।
advertisement
পুরানো বাড়ির দেওয়াল অথবা যেকোনও পরিত্যক্ত জায়গায় গজিয়ে ওঠা বটের চারা তিনি সংগ্রহ করেন এবং তারপর সেই চারা বড় করে তিনি নির্দিষ্ট জায়গায় রোপণ করেন। মুন্সী বাবুর এই বটগাছের প্রতি ভালোবাসা দেখে এখন বর্ধমান শহরের অনেকেই তাকে ডাকেন বটমুন্সী নামে। বর্ধমান শহরের এক স্থায়ী বাসিন্দা পিন্টু পাসওয়ান বলেন, “আমার দোকানের সামনেও মুন্সিদা একটা বটগাছ রোপন করেছেন সেটা এখন অনেক বড় হয়েছে। আমি ওটার দেখাশোনা করি। দাদার এই উদ্যোগ সত্যিই খুবই ভালো একটা উদ্যোগ।”
advertisement
advertisement
আগামী দিনে আরও প্রচুর বটগাছ রোপণ করার চিন্তাভাবনা রয়েছে মুন্সী বাবুর। এখনও তার এই কর্মকাণ্ডের জন্য অনেকেই তাকে পাগল বলেন। তবে কাউকে গুরুত্ব না দিয়ে সমাজের জন্য নিজের কাজ করে চলেছেন পূর্ব বর্ধমানের সুফি আলম মুন্সী। সত্যিই মুন্সী বাবুর এহেন কর্মকাণ্ড প্রশংসনীয়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: লোকে পাগল বলে! তবুও তিনি থেমে থাকেন না, বট গাছ রোপণই নেশা বর্ধমানের মুন্সী বাবুর 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement