কানে হেড ফোন দিয়ে রেল লাইন পারাপার, দুই ছাত্রীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জখম ব্যক্তি

Last Updated:
#কলকাতা: কানে হেড ফোন গুজে রেল লাইন পার হচ্ছিলেন দুই ছাত্রী ৷ তাদের বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি ৷ এর জেরে  শ্যামনগরে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ আহত ব্যক্তিকে আরজিকরে ভর্তি করা হয়েছে ৷ শ্যামনগর স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ এর জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয় ৷ প্রায় ৪০ মিনিট পর রেল অবরোধ ওঠে ৷
vlcsnap-2018-12-13-19h20m12s143
শ্যামনগরে ২৩ নম্বর লেভেল ক্রসিংয়ে কানে হেডফোন দিয়ে দু’জন ছাত্রী রেললাইন পার হচ্ছিলেন ৷ সেসময় আচমকাই তিন নম্বর লাইনে চলে আসে একটি ট্রেন ৷ দু’জনকে বাঁচাতে গিয়ে এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ৷ গুরুতর জখম অবস্থায় অনেকক্ষণ পড়ে থাকার পর তাঁকে স্থানীয় জগদ্দল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে অবস্থা আরও খারাপ হলে আরজিকর হাসপাতালে নিয়ে আসার হয় ৷ দীর্ঘক্ষন রেললাইনে পড়ে থাকায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন ৷ শুরু হয় রেল অবরোধ ৷ দু’দিন আগে এই ২৩ নম্বর লেভেল ক্রসিংয়েই ট্রেনের ধাক্কায় একজন অটোরিকশা চালক জখম হয়েছিলেন। বৃহস্পতিবার ফের একই ঘটনা ঘটল ৷ 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কানে হেড ফোন দিয়ে রেল লাইন পারাপার, দুই ছাত্রীকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় জখম ব্যক্তি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement