মাঝনদীতে ভেসেল থেকে হঠাৎ মরণ ঝাঁপ! তল্লাশি চালিয়েও খোঁজ মিলল না ব্যক্তির
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ভেসেল থেকে নদীতে ঝাঁপ দিলেন এক ব্যক্তি, আর তার জেরে চাঞ্চল্য ছড়াল কাকদ্বীপ এলাকায়। শনিবার, ভেসেল থেকে মুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। শনিবার রাত আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।
বিশ্বজিৎ হালদার, কাকদ্বীপ: ভেসেল থেকে নদীতে ঝাঁপ দিলেন এক ব্যক্তি, আর তার জেরে চাঞ্চল্য ছড়াল কাকদ্বীপ এলাকায়। শনিবার, ভেসেল থেকে মুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। শনিবার রাত আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আট লট নম্বর থেকে যাত্রী নিয়ে একটি ভেসেল কচুবেড়িয়ার দিকে যাচ্ছিল। যাত্রী নিয়ে যাওয়ার পথেই ঘটে বিপত্তি, মুড়িগঙ্গা নদীর মাঝখানে হঠাৎই এক ব্যক্তি নদীতে হঠাৎ ঝাঁপ দেন।
ওই ভেসেলে থাকা যাত্রীরা ঘটনাটি দেখতে পান। তাঁরা চিৎকার শুরু করে দেন। এরপরই তাঁরা ভেসেলে থাকা কর্মীদের বিষয়টি জানান। খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। তৎক্ষণাৎ মুড়িগঙ্গা নদীতে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু হয়। রবিবার সকাল পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি। এ দিন সকাল থেকে নদীতে আবারও তল্লাশি শুরু হয়েছে। তবে নিখোঁজ ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 27, 2025 10:25 AM IST