North 24 Parganas News: পার্টি নয়, হল অন্যরকম সেলিব্রেশন! জন্মদিনে মাংস ভাত খেল ‘অবলা বন্ধুরা’
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
প্রতিবার কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে উদযাপন চলত জন্মদিনের। তবে এবারের জন্মদিনে বদলালো সেইসব পরিকল্পনা। অশোকনগর কচুয়া মোড় এলাকার যুবক অংশুমান রায়ের জন্মদিন উদযাপনে মাংস ভাত পাত পেড়ে খেল এলাকার ‘অবলা বন্ধুরা’।
উত্তর ২৪ পরগনা: প্রতিবার কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে আত্মীয় বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে উদযাপন চলত জন্মদিনের। তবে এবারের জন্মদিনে বদলালো সেইসব পরিকল্পনা। অশোকনগর কচুয়া মোড় এলাকার যুবক অংশুমান রায়ের জন্মদিন উদযাপনে মাংস ভাত পাত পেড়ে খেল এলাকার ‘অবলা বন্ধুরা’।
স্ত্রী, রায়া রায় ভট্টাচার্য্য বানিয়ে দিয়েছিলেন তেল ছাড়া মাংস ভাত। এরপর টিফিন বক্সে সেই মাংস ভাত ভরে, এলাকার বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে করা হল পরিবেশন। এলাকার প্রায় ১৫০ পথ কুকুরদের পেট ভরে মাংস ভাত খাইয়ে যেন অন্যরকম জন্মদিন পালন করলেন অংশুমান। শুধু তিনিই নন তার এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্ত্রী, বন্ধু-বান্ধব সহ স্থানীয় অ্যানিমেল লাভার্স গ্রুপও।
advertisement
advertisement
সারমেয়দের উপযোগী মাংস ভাত চেটেপুটে খেয়ে উপহারও দিয়েছে ওরা। অবলা প্রাণী হলেও, লেজ নেড়ে ফিরিয়ে দিয়েছে ভালবাসা। আর তা দেখেই রীতিমতো আপ্লুত বার্থডে বয় অংশুমান-সহ তার পরিবার ও বন্ধুবান্ধবরাও। এদিন ছিল অংশুমানের ৩৭ তম জন্মদিন। তাই পলিরাব ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়েই মনস্থির করেন, জন্মদিন পালন করবেন একটু অন্যভাবে। ভাবনা অনুযায়ী সকাল থেকেই বিশেষ প্রক্রিয়ায় তেল ছাড়া মাংস ভাত রান্না চলে।
advertisement
এরপর বন্ধুদের সঙ্গে নিয়েই রাত নামতে সেই খাবার অশোকনগর কল্যাণগড় পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চলে পরিবেশন। সারমেয়দের খাবার পরিবেশনের ফাঁকেই অংশুমান জানান, ‘‘রাস্তার কুকুরদের তো সবাই দূরদূর করে তাড়ায়, মারে। আমরা না হয় একটাদিন ওদের পেট ভরে খাওয়ালাম।’’
advertisement
প্রতিবছরই বন্ধু, আত্মীয়দের সঙ্গে জন্মদিন পালন হয়। এবার তাই একটু অন্যরকম ভাবেই হল সেলিব্রেশন। স্বামীর এমন উদ্যোগ রীতিমত খুশি স্ত্রী রায়াও। বন্ধু-বান্ধব রাও অংশুমানের এমন উদ্যোগ দেখে আগামী দিনে এভাবেই জন্মদিন বা কোন বিশেষ অনুষ্ঠান উদযাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। আর এর মধ্যে দিয়েই, পথ কুকুরদের সাহায্যে মানুষকে এগিয়ে আসার বার্তা দিলেন অশোকনগরের এই রায় দম্পতি।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 8:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: পার্টি নয়, হল অন্যরকম সেলিব্রেশন! জন্মদিনে মাংস ভাত খেল ‘অবলা বন্ধুরা’