#বর্ধামান: পূর্ব বর্ধমানের তিন জনসভা থেকে বিজেপিকে অল আউট আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কখনও তাঁর নিশানায় প্রধানমন্ত্রী। রাজ্যভাগের চক্রান্তের অভিযোগ তুলে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়াকেও বিঁধলেন তৃণমূলনেত্রী। সোমবার পূর্ব বর্ধমানে তিন জনসভা তৃণমূল কংগ্রেস নেত্রীর। প্রথম সভা পূর্বস্থলীর জামালপুরে।বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দেওয়ানদিঘিতে দ্বিতীয় জনসভা। সেখানে মমতার টার্গেট বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bardhaman, Bardhaman Purba S25p38, BJP, Elections 2019, Lok Sabha elections 2019, Mamta Banerjee, West Bengal Baharampur South East Bengal lok-sabha-elections-2019 baharampur-s25p10 west-bengal-lok-sabha-elections-2019