'কাজল, দুষ্টুমি করিসনি তো...?' নানুরের পুজো উদ্বোধনের সময় হঠাৎ একী বললেন মুখ্যমন্ত্রী!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: দক্ষিণ কলকাতা থেকেই আজ মঙ্গলবারও শহর থেকে শুরু করে জেলায় জেলায় দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরুচি সংঘ থেকে শুরু করে জেলাতেও একাধিক পুজোর মণ্ডপের শুভ উদ্বোধন করেন মমতা।
কলকাতা: দক্ষিণ কলকাতা থেকেই আজ মঙ্গলবারও শহর থেকে শুরু করে জেলায় জেলায় দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুরুচি সংঘ থেকে শুরু করে জেলাতেও একাধিক পুজোর মণ্ডপের শুভ উদ্বোধন করেন মমতা।
এই সময়ই নানুরের পুজোর উদ্বোধন করতে গিয়েই কাজল শেখকে উদ্দেশ্য করে মমতা বলেন, “কাজল দুষ্টুমি করিসনি তো? পুজোটা দেখে রাখিস।” সহকর্মী তথা তৃণমূল নেতা কাজল শেখের প্রতি স্নেহ দেখিয়ে সম্ভবত রসিকতা করেই এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এদিনের বৃষ্টির দুর্যোগ পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মমতা বলেন, রাত থেকে যা বৃষ্টি হচ্ছে ১৯৭৮ সালে যা দুর্যোগ হয়েছে তার থেকেও বেশি। এই দুর্যোগ নিয়ে কেউ কেউ রাজনৈতিক মন্তব্য করছেন এটা করবেন না। আমাদের ডিভিসির জলে বারবার বলেছি ড্রেজিং হয় না, পাঞ্চেত মাইথন এদের জলেই দক্ষিণবঙ্গ ভাসে। এরপরে যেটা বর্ষা হয়েছে সেটা অতিরিক্ত। জলটাকে বাড়িয়ে দিয়েছে।”
advertisement
একইসঙ্গে কলকাতার জমা জল প্রসঙ্গে মমতার দাবি, “কলকাতায় আমরা জল জমা অনেক কমিয়ে দিয়েছি। এখানে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল, ইউপির জল। ওদিকে ডিভিসি, ফারাক্কা। আমাদের একটা টাকাও দেওয়া হয় না এগুলো ড্রেজিং করতে। রাজনৈতিক দলের কাছ থেকে এইটুকু সৌজন্য আশা করতে পারি। উত্তরাখণ্ডে এত ধস নামার পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। দিল্লিতে জল ডুবে যাওয়া মহারাষ্ট্রতে জলে ডুবে যাওয়ার পরেও আমরা বলতে পারতাম। কিন্তু আমরা একটা কথা বলিনি। কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা রয়েছে। মনে রাখবেন প্রকৃতিটা আমাদের কন্ট্রোলে নেই।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 10:23 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'কাজল, দুষ্টুমি করিসনি তো...?' নানুরের পুজো উদ্বোধনের সময় হঠাৎ একী বললেন মুখ্যমন্ত্রী!