Mamata Banerjee: 'বলছে বাংলা ছাড়া ভাষা নেই, বাংলা ছাড়া জাতীয়সঙ্গীত হয়?' কামারপুকুরে বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

Last Updated:

Mamata Banerjee: বাংলা ভাষা বলায় বিভিন্ন রাজ্যে আক্রমণের শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিক-সহ পশ্চিমবঙ্গের মানুষদের। এবার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে বাংলা ভাষা নিয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
হুগলি: বাংলা ভাষা বলায় বিভিন্ন রাজ্যে আক্রমণের শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিক-সহ পশ্চিমবঙ্গের মানুষদের। এবার কামারপুকুর রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে বাংলা ভাষা নিয়ে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের আদর্শ উল্লেখ করার পাশাপাশি তাঁর মাতৃভাষার প্রসঙ্গও তোলেন।
আরও পড়ুুন: ‘তোমরা কারা? কোথা থেকে এসেছ?’ যাত্রীকে প্রশ্ন RPF-এর! শিশু যা উত্তর দিল, কেঁপে গেল সবাই
মুখ্যমন্ত্রী বলেন, স্বামীজী শিকাগোতে গিয়ে ধর্ম নিয়ে কথা বলেছেন। মাত্র ৩৯ বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না। অনেক চিন্তা করেই বলেছিলেন। একতাই শক্তি। ভারতের কল্যাণ আমার কল্যাণ
advertisement
advertisement
দেশের জন্য বংলা ভাষার যা অবদান রয়েছে সেই প্রসঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তখন ভারতবর্ষ এক ছিল। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। বেদ পড়ে না। জানে ধর্মের মানে কি? এক ধর্ম অন্য ধর্মকে সহনশীলতা আদর করে রাখবে। সেটাই হল ধর্ম অর্থাস্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ এবং সারদা দেবীর আদর্শের কথা তুলে ধরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। সাম্প্রদায়িকতা নিয়ে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তাও দেন মুখ্যমন্ত্রী, “সর্ব ধর্ম সমন্বয়কে আমি বিশ্বাস করি। আমাকে নতুন করে শিখতে হবে না। যা ব্রেনে নিয়ে নিয়েছি সেটা নিয়েই বাঁচব
advertisement
বাংলা ভাষা নিয়ে, নাম না করে খোঁচা দিয়ে তিনি বলেন, বলছে বাংলা বলে ভাষা নেই। বাংলা ছাড়া ভারত হয়, না কি পৃথিবী হয়? বাংলা ছাড়া জাতীয় সঙ্গীত হয়?পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,আমাদের ভাষা নিয়ে অসম্মান করবেন না। বাংলা ভাষাতেই প্রথম লেখা হয়েছিল জাতীয়সঙ্গীত
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'বলছে বাংলা ছাড়া ভাষা নেই, বাংলা ছাড়া জাতীয়সঙ্গীত হয়?' কামারপুকুরে বাংলা ভাষা নিয়ে সরব মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement