Mamata Banerjee: মমতার রোষের মুখে শেখ সুফিয়ান! নন্দীগ্রাম পুনরুদ্ধারের নির্দেশ তৃণমূলনেত্রীর
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই নির্দেশের মধ্যে দিয়েই মমতা স্পষ্ট করে দিলেন আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেই নন্দীগ্রাম পুনরুদ্ধার করা লক্ষ্য তাঁর৷
#খড়্গপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হাতছাড়া হয়েছে৷ কিন্তু নন্দীগ্রাম নিয়ে হাল ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুই মেদিনীপুরের নেতাদের নিয়ে দলীয় বৈঠকে নন্দীগ্রাম পুনরুদ্ধারের লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলনেত্রী৷ তবে শাসক দলের নেতাদের অবাক করে দিয়ে এ দিন মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়লেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান৷ যিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন৷
গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রামে ভোট গণনায় গরমিলের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলাও বিচারাধীন রয়েছে৷
এ দিন খড়্গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয়৷ সেই বৈঠকেই তৃণমূলনেত্রী নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নন্দীগ্রামে বিশেষ ভাবে জোর দিতে হবে। ২০২৪ এ ভালো ফল করতে হবে। ময়দানে থাকতে হবে তোমাদের।'
advertisement
advertisement
এই নির্দেশের মধ্যে দিয়েই মমতা স্পষ্ট করে দিলেন আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেই নন্দীগ্রাম পুনরুদ্ধার করা লক্ষ্য তাঁর৷
এ দিন বিধানসভা নির্বাচনে তাঁর এজেন্ট হিসেবে কাজ করা শেখ সুফিয়ানও মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন৷ মমতা বলেন,'ভোটে তুমি কি করেছ আমি জানি।' মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে সুফিয়ান বলার চেষ্টা করেন, নন্দীগ্রামে দলের অনেকে বিদ্রোহ করেছেন৷ জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'ও সব আমি পড়ে দেখে নেবো৷'
advertisement
পঞ্চায়েত নির্বাচনেই নন্দীগ্রামে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বেঁধে দিয়ে মমতা বলেন, 'নন্দীগ্রামে গণ আন্দোলন আরA জোরদার করতে হবে৷ নন্দীগ্রামের মানুষ একটা ভুল করেছে।ওখানে সংগঠন মজবুত করে পঞ্চায়েত নির্বাচন করতে হবে।' নন্দীগ্রাম আন্দোলন নিয়ে এ দিন স্মৃতিচারণাও করেন তৃণমূলনেত্রী৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2022 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: মমতার রোষের মুখে শেখ সুফিয়ান! নন্দীগ্রাম পুনরুদ্ধারের নির্দেশ তৃণমূলনেত্রীর