Mamata Banerjee: মমতার রোষের মুখে শেখ সুফিয়ান! নন্দীগ্রাম পুনরুদ্ধারের নির্দেশ তৃণমূলনেত্রীর

Last Updated:

এই নির্দেশের মধ্যে দিয়েই মমতা স্পষ্ট করে দিলেন আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেই নন্দীগ্রাম পুনরুদ্ধার করা লক্ষ্য তাঁর৷

ভোটে শেখ সুফিয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা৷
ভোটে শেখ সুফিয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মমতা৷
#খড়্গপুর: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম হাতছাড়া হয়েছে৷ কিন্তু নন্দীগ্রাম নিয়ে হাল ছাড়ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুই মেদিনীপুরের নেতাদের নিয়ে দলীয় বৈঠকে নন্দীগ্রাম পুনরুদ্ধারের লক্ষ্য বেঁধে দিলেন তৃণমূলনেত্রী৷ তবে শাসক দলের নেতাদের অবাক করে দিয়ে এ দিন মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়লেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান৷ যিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন৷
গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নন্দীগ্রামে ভোট গণনায় গরমিলের অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলাও বিচারাধীন রয়েছে৷
এ দিন খড়্গপুরে পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হয়৷ সেই বৈঠকেই তৃণমূলনেত্রী নন্দীগ্রামের প্রসঙ্গ তোলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নন্দীগ্রামে বিশেষ ভাবে জোর দিতে হবে। ২০২৪ এ ভালো ফল করতে হবে। ময়দানে থাকতে হবে তোমাদের।'
advertisement
advertisement
এই নির্দেশের মধ্যে দিয়েই মমতা স্পষ্ট করে দিলেন আগামী পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনেই নন্দীগ্রাম পুনরুদ্ধার করা লক্ষ্য তাঁর৷
এ দিন বিধানসভা নির্বাচনে তাঁর এজেন্ট হিসেবে কাজ করা শেখ সুফিয়ানও মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েন৷ মমতা বলেন,'ভোটে তুমি কি করেছ আমি জানি।' মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়ে সুফিয়ান বলার চেষ্টা করেন, নন্দীগ্রামে দলের অনেকে বিদ্রোহ করেছেন৷ জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'ও সব আমি পড়ে দেখে নেবো৷'
advertisement
পঞ্চায়েত নির্বাচনেই নন্দীগ্রামে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বেঁধে দিয়ে মমতা বলেন, 'নন্দীগ্রামে গণ আন্দোলন আরA জোরদার করতে হবে৷ নন্দীগ্রামের মানুষ একটা ভুল করেছে।ওখানে সংগঠন মজবুত করে পঞ্চায়েত নির্বাচন করতে হবে।' নন্দীগ্রাম আন্দোলন নিয়ে এ দিন স্মৃতিচারণাও করেন তৃণমূলনেত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: মমতার রোষের মুখে শেখ সুফিয়ান! নন্দীগ্রাম পুনরুদ্ধারের নির্দেশ তৃণমূলনেত্রীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement