পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর

Last Updated:

একদিন পিছিয়ে গেলো মুখ্য মন্ত্রীর সফর। পিছিয়ে যাওয়ার কারন কিছু জানায় নি প্রশাসনিক স্তরে। ২৫,২৬ এর বদলে ২৬-২৭ তারিখ

#ঝাড়গ্রাম: একদিন পিছিয়ে গেলো মুখ্য মন্ত্রীর সফর। পিছিয়ে যাওয়ার কারন কিছু জানায় নি প্রশাসনিক স্তরে। ২৫,২৬ এর বদলে ২৬-২৭ তারিখ ঝাড়গ্রাম সফরে যাবেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিশ্চিদ্র করার লক্ষ্যে আজ এলাকা ভিত্তিক মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তা ব্যাক্তিরা। আইজি রাজীব মিশ্রা নিজে পদস্ত আধিকারিকদের নিয়ে ঘুরে নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাডের জায়গা পরিবর্তন করে থানার পিছনে তৈরীর কাজ শুরু হয়েছে।
ঝাড়গ্রামের জাম্বনীতে মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক সভাতে যোগ দেবেন। তার আগে আজ ঝাড়গ্রামের স্টেডিয়াম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স ও জাম্বনী বাণী বিদ্যাপীঠ হাইস্কুল সংলগ্ন ময়দান ও হ্যালিপ্যাড পরিদর্শন করলেন, আইজি রাজীব মিশ্রা,অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত , এসডিপিও বিবেক বর্মা ও ঝাড়গ্রামের এসডিও নকুল চন্দ্র মাহাত, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল এর নেতারা।
advertisement
পরের দিন জাম্বনী বাণী বিদ্যাপীঠ হাইস্কুল মাঠে করবেন সভা। মুখ্যমন্ত্রীর সভার কি ব্যবস্থা হবে,ঝাড়গ্রামে বিজয়া সম্মেলনী তে কি হবে তা নিয়েও একটি বৈঠক করেন তারা। জাম্বনীর প্রশাসনিক সভা হবে ২৭ অক্টোবর।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রাম সফর
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement