Mamata Banerjee on Kajal Sheikh: 'তুমি কত বড় নেতা হয়েছো?' কাজলের ঔদ্ধত্যে রেগে আগুন, ডানা ছেঁটে দিলেন মমতা

Last Updated:

গোটা বীরভূম জেলা থেকেই কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ আসছিল দলের শীর্ষ নেতৃত্বের কাছে৷

কাজল শেখের উপরে ক্ষুব্ধ মমতা৷
কাজল শেখের উপরে ক্ষুব্ধ মমতা৷
কলকাতা: তিনি অনুব্রত মণ্ডলের বিরোধী দলের নেতা বলেই পরিচিত ছিলেন৷ তবু অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর তাঁকেই বীরভূমের সংগঠনের হাল ধরার দায়িত্ব দিয়েছিল দল৷ পঞ্চায়েত নির্বাচনের পর করা হয়েছিল জেলা সভাধিপতিও৷ যদিও বীরভূমের আর এক দাপুটে নেতা কাজল শেখের ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছিল যে দলের নেতাদের একাংশই তাঁর উপরে বিরক্ত ছিলেন৷ সাধারণ মানুষের থেকেও অভিযোগ আসছিল দলীয় নেতৃত্বের কানে৷
শেষ পর্যন্ত এ দিন কালীঘাটে বীরভূম জেলা নিয়ে বৈঠকে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখকে জোর ধমক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমন কি, লোকসভা নির্বাচনের জন্য বীরভূম জেলার জন্য যে নতুন কোর কমিটি এ দিন তৈরি করা হয়েছে, তাতেও ঠাঁই হয়নি কাজলের৷ বরং সেখানেও অগ্রাধিকার দেওয়া হয়েছে অনুব্রতপন্থীদেরই৷
advertisement
advertisement
গত মাসে পৌষ মেলার আয়জোন নিয়ে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন বীরভূমের জেলাশাসক৷ দলের বিরোধী শিবিরের এক নেতার পাশে বসা নিয়ে সেই বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান কাজল শেখ৷ সূত্রের খবর, কাজলের এই আচরণে চূড়ান্ত ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী৷ এ দিন কালীঘাটে বৈঠক চলাকালীন ওই ঘটনার কথা উল্লেখ করে কাজল শেখের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘তুমি কতবড় নেতা হয়ে গেছো। যে চেয়ার ছেড়ে উঠে পড়ছ?’
advertisement
শুধু তাই নয়, গোটা বীরভূম জেলা থেকেই কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ আসছিল দলের শীর্ষ নেতৃত্বের কাছে৷ এ দিন কার্যত কাজল শেখের ডানা ছেঁটে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কাজলকে সতর্ক করে এ দিন তৃণমূলনেত্রী আরও বলেন, ‘দল তোমাকে জেলা সভাধিপতির দায়িত্ব দিয়েছে। আবার সেই দায়িত্ব থেকে সরাতেও পারে। মনে রেখো তুমি জেলা পরিষদের সভাধিপতি। গোটা বীরভুম জেলা দাপিয়ে বেড়ানোর দরকার নেই। আপাতত তোমাকে নতুন কোর কমিটিতে জায়গা দেওয়া হচ্ছে না। পরে প্রয়োজনে ডেকে নেওয়া হতে পারে।’
advertisement
এ দিনের বৈঠকে বার বারই জেলবন্দি অনুব্রত মণ্ডলের প্রশংসা করেন তৃণমূলনেত্রী৷ অনুব্রত জেলে থাকলেও তাঁর ঘনিষ্ঠ পাঁচ নেতাকে নিয়েই কোর কমিটি গড়ে দিয়েছেন মমতা৷ কাজল শেখকে শুধুমাত্র তাঁর নিজের এলাকা নানুর এবং কেতুগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee on Kajal Sheikh: 'তুমি কত বড় নেতা হয়েছো?' কাজলের ঔদ্ধত্যে রেগে আগুন, ডানা ছেঁটে দিলেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement