Mamata Banerjee: সমুদ্রের কাছাকাছি মুখ্যমন্ত্রীর স্বপ্নের কাঠের বাংলো, চিন্তিত জেলা প্রশাসন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে তৈরি করা মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলোর অস্তিত্ব এখন সংকটের মুখে। বাংলোর গায়ের কাছে এসে এখন ফুঁসছে সমুদ্র।
গঙ্গাসাগরঃ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে তৈরি করা মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলোর অস্তিত্ব এখন সংকটের মুখে। বাংলোর গায়ের কাছে এসে এখন ফুঁসছে সমুদ্র। আর মাত্র ৩০ মিটার অতিক্রম করলেই বাংলোটি চলে যাবে সমুদ্রগর্ভে। তাই সমুদ্রের গ্রাস থেকে বাংলোটি বাঁচানো নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। অন্যদিকে, সমুদ্র থেকে কপিল মুনির মন্দিরে দুরত্ব পূর্নিমা কোটালের পর কমে দাঁড়িয়েছে মাত্র ৪৭০ মিটার। যদিও এই মুহূর্তে বাংলোর সামনে কাঠের বল্লা পুঁতে মেরামত করার চেষ্টা চলছে। কিন্তু তাতে কতখানি এই বাংলো বাঁচানো সম্ভব, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ ভাসছে শান্তিপুর! কেন ঘর ছাড়া হতে এতগুলো পরিবারকে? প্রশ্নের মুখে কাউন্সিলর
জানা গিয়েছে, ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে এসেছিলেন। সেই সময় তিনি গঙ্গাসাগরকে সাজিয়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই পরিকল্পনার মধ্যে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে একটি কাঠের বাংলো তৈরি করার সিদ্ধান্ত নেন। কোটি টাকার উপরে খরচ করে গঙ্গাসাগরের পাঁচ নম্বর সমুদ্র সৈকতের কাছাকাছি সেগুন কাঠ দিয়ে বাংলোটি তৈরি করা হয়েছিল।
advertisement
গঙ্গাসাগরের স্থানীয় এক বাসিন্দা গৌড় দাস বলেন, ‘‘যখন কাঠের এই বাংলোটি তৈরি করা হয়েছিল, সেই সময় সমুদ্র প্রায় দেড়শ মিটার দূরে ছিল। কিন্তু বর্তমান বাংলোর একেবারে গায়ের কোলে সমুদ্র চলে এসেছে। বাংলোর সামনের ঢালাই রাস্তাটিও সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সমুদ্র সৈকতের আর কিছুটা অংশ ভাঙলেই বাংলোটি সমুদ্র গর্ভে চলে যাবে। আগামী দিনে এই বাংলো রক্ষা করা যাবে কিনা তাই নিয়ে সংশয় প্রকাশ করেন।’’
advertisement
advertisement
সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, “গত দু’বছর ধরে অতিমাত্রায় সমুদ্রের পাড় ভাঙছে। কাঠের বাংলোটি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে বাংলোটিকে সুরক্ষিত করার জন্য চেষ্টা চলছে।”
বিশ্বজিৎ হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2024 5:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: সমুদ্রের কাছাকাছি মুখ্যমন্ত্রীর স্বপ্নের কাঠের বাংলো, চিন্তিত জেলা প্রশাসন