Mamata Banerjee: 'পুলিশ চোখ বন্ধ করে রেখেছে!' দত্তপুকুর বিস্ফোরণে পুলিশের একাংশকেই দায়ী করলেন মমতা

Last Updated:

দত্তপুকুরের ঘটনার পরেও এ দিন ফের একবার মুখ্যমন্ত্রীর মুখে সবুজ বাজির কথা শোনা গিয়েছে।

মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায়৷
মেয়ো রোডে মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: কয়েক মাস আগে পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি বিস্ফোরণের পর রাজ্যে অবৈধ বাজির কারখানার বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সবুজ বাজি তৈরির জন্য জেলায় জেলায় ক্লাস্টার তৈরিরো ঘোষণা করেছিলেন তিনি৷ তার পরেও দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটায় পুলিশের একাংশের দু্র্নীতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী৷ এ দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন তিনি৷
গতকাল উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এ দিন মেয়ো রোডে দলের ছাত্র সংগঠনের সভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ বেআইনি কাজ করছে। পুলিশ চোখ বন্ধ করে দেখছে৷ লোকাল থানায় যাঁরা দায়িত্বে আছেন তাঁরা কী করছেন আমি বললাম না। আমি অ্যান্টি কোরাপশন সেল চালু করেছি। তারা সব নজর রাখছে। অনেকের একটু লোভ বেশি৷ বাজি কারখানা নিয়ে আমরা দুটো বৈঠক করেছি।’
advertisement
দত্তপুকুরের ঘটনার পরেও এ দিন ফের একবার মুখ্যমন্ত্রীর মুখে সবুজ বাজির কথা শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘এগুলো বহু পুরনো সমস্যা। আগে বালি, পাথর নিয়েও কোনও আইন ছিল না। আমরা তৈরি করেছি। আমি চাই সবুজ বাজি তৈরি হোক। কারণ এর সঙ্গে লক্ষ লক্ষ মানুষের জীবিকা জড়িয়ে আছে, আমি চাই তাঁরাও বাঁচুন৷ সবুজ বাজিতে হয়তো আয় একটু কম হবে, কিন্তু জীবন বাঁচবে।’
advertisement
advertisement
ইতিমধ্যেই দত্তপুকুরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী অবশ্য এ দিন সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।
তবে শুধু মুখ্যমন্ত্রী নয়, দত্তপুকুরে বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারাও পুলিশের সঙ্গে বাজি কারবারিদের যোগসাজশের অভিযোগ তুলেছেন৷ শুধু পুলিশ নয়, বেআইনি ওই কারবারের কথা স্থানীয় বিধায়ক এবং রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষও জানতেন বলে অভিযোগ উঠেছে৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন খাদ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'পুলিশ চোখ বন্ধ করে রেখেছে!' দত্তপুকুর বিস্ফোরণে পুলিশের একাংশকেই দায়ী করলেন মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement