Mamata Banerjee: অগ্নিপথে ‘ওদের লোক’ চাকরি পাবে, ১০০ জনের মধ্যে ৪ জন সাধারণেরও চাকরি হবে না, কেন্দ্রকে নিশানা মমতার

Last Updated:

Mamata Banerjee: গোটা দেশে এই প্রশ্নটাই সবথেকে বড় আকারে এসেছে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই চার বছরের চাকরির মেয়াদের পর এঁরা কোথায় যাবেন।

আসানসোলে মমতা।
আসানসোলে মমতা।
#আসানসোল: আসানসোলের লোকসভা আসনে তৃণমূলের জয় নিয়ে আসানসোলবাসীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দীর্ঘ বক্তব্যের শুরুতেই অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আপনারা জানেন আসল চালাকিটা কী! চার মাসের ট্রেনিং দেবে। ট্রেনিং পাবে কারা, ১০০ জনের মধ্যে ৪ জনও সাধারণ মানুষের চাকরি হবে না। ওদের লোকেরা পাবে, শাখা প্রশাখার লোকেরা। আর তার পর, চার বছর পর বলছে, তোমরা ঘুরে বেড়িয়ে কাজ জোগাড় করো। এ বার একটা মজা শুনবেন, আমার কাছে একটা চিঠি এসেছে। খেলাটা শুরু করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের জন্য দেশে অগ্নিপথ নিয়ে আগুন জ্বলছে। আমি সেনা বা কর্নেলকে সন্মান করি, কিন্তু আমাকে একজন কর্নেল চিঠি লিখেছিলেন। তিনি লেখেন, যাঁরা চার বছর সেনায় কাজ করবে, তাঁদের ডেটা ব্যাঙ্ক আমাদের দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা যেন ওই চার বছরের পর তাঁদের চাকরির ব্যবস্থা করি।’’
আরও পড়ুন: বাবুল সুপ্রিয় কেন তৃণমূলে? সেই আসানসোলে দাঁড়িয়েই রহস্য ভাঙলেন মমতা
গোটা দেশে এই প্রশ্নটাই সবথেকে বড় আকারে এসেছে অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই চার বছরের চাকরির মেয়াদের পর এঁরা কোথায় যাবেন। আসানসোলের সভা থেকে সেই প্রশ্নও তোলেন মমতা। বলেন, রাজ্য সরকার কেন কেন্দ্রীয় সরকারের এই কাজের দায়িত্ব নেবেন। তিনি বলেন, ‘‘কিন্তু কেন, এই দায়িত্ব আমরা কেন নেব! বিজেপি-র পাপের দায়িত্ব আমরা কেন নেব। বিজেপির কর্মীকে কেন চাকরি দেব। আমাদের চাকরি দিতে আপত্তি নেই, কিন্তু চাকরি যদি আমাদের দিতে হয়, তা হলে আমরা রাজ্যের ছেলেমেয়েদের চাকরি দেব। ওঁরা চার বছরের জন্য নিয়ে, তার পর রাজ্যের উপর কেন ছেড়ে দিচ্ছে, মিথ্যে কেন বলছে? চার বছরের পর যদি চাকরিতে নিতে হয়, তা হলে আমরা স্থানীয়দের নেব, তাঁদেরই প্রাধান্য দেব। আমরা তো প্রাক্তন সেনাকর্মীদের চাকরিতে নি, তাঁরা তো চাকরি করছেন।’’
advertisement
আরও পড়ুন - আসানসোলে প্রথম বার 'দিদি'র সঙ্গে একমঞ্চে, মনের কথা বলেই দিলেন বাবুল সুপ্রিয়!
কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতার মন্তব্য, ‘‘এটা আসলে অনেক বড় স্ক্যাম। চার বছরের চাকরির কোনও মানে হয় না, এই চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত হওয়া উচিত। না হলে চাকরি দেওয়ার নামে মিথ্যে খেলা খেলবেন না। ৬০ বছর পর্যন্ত চাকরি দিন ও তাঁদের পেনশনের ব্যবস্থা করুন।’’
advertisement
advertisement
Somraj Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: অগ্নিপথে ‘ওদের লোক’ চাকরি পাবে, ১০০ জনের মধ্যে ৪ জন সাধারণেরও চাকরি হবে না, কেন্দ্রকে নিশানা মমতার
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement