‘কমরেড এখন কংরেড হয়ে গেছে’, জোটকে কটাক্ষ মমতার

Last Updated:

দুর্নীতির প্রশ্নে বাম ও কংগ্রেসকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে তৃণমূলনেত্রীর মন্তব্য, পাঁচ বছরের তাঁর সরকারের বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ নেই। নির্বাচনী খরচের উৎস নিয়ে সিপিএম ও কংগ্রেসকে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কটাক্ষ করলেন নির্বাচন কমিশনকেও।

#বারাসত: দুর্নীতির প্রশ্নে বাম ও কংগ্রেসকে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে তৃণমূলনেত্রীর মন্তব্য, পাঁচ বছরের তাঁর সরকারের বিরুদ্ধে একটিও দুর্নীতির অভিযোগ নেই। নির্বাচনী খরচের উৎস নিয়ে সিপিএম ও কংগ্রেসকে পাল্টা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কটাক্ষ করলেন নির্বাচন কমিশনকেও।
সারদা থেকে নারদ স্টিং কিংবা সিন্ডিকেট ব্যবসা, দুর্নীতির ইস্যুতে বিরোধীরা ক্রমশ আক্রমণ করে চলেছে তৃণমূলকে। এর জবাব দিতে নির্বাচনী খরচের হিসেব নিয়ে সিপিএম ও কংগ্রেসকে আগেই তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দুর্নীতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। তৃণমূলনেত্রীর দাবি, তাঁর সরকারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। এদিনও বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কমরেড এখন কংরেড হয়ে গেছে ৷’
advertisement
এদিন ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন কমিশনকে তোতাপাখি বলে কটাক্ষ করেন তৃণমূলনেত্রী। তাঁর প্রশ্ন, ‘৩৪ বছর কোথায় ছিলেন? ২০০৪-এ আমাকে ওরা একা করে দিয়েছিল ৷ রিগিং করে করে আমাকে একা করে দিয়েছিল ৷ তখন তো দিল্লির লোক চোখে দেখেও দেখেনি ৷ আজ রিগিং নেই কিছু নেই ৷ তাও একে ডেকে পাঠাচ্ছে, ওকে ডেকে পাঠাচ্ছে ৷ যা খুশি তাই করছে ৷’
advertisement
advertisement
বুধবারের সভায় বাম ও কংগ্রেস সমর্থকদের প্রতি কৌশলী আহ্বান রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের সমর্থন পাওয়ার চেষ্টায় বললেন, ‘আমরা বদল চেয়েছি, বদলা চাইনি ৷ যদি চাইতাম তাহলে সিপিএমের কেউ বাইরে থাকত না ৷’
নির্বাচনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দফা নবান্ন দখলের লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেরিতে হলেও দুর্নীতির পাল্টা প্রচারে বিরোধীদের অস্ত্র কাড়তে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘কমরেড এখন কংরেড হয়ে গেছে’, জোটকে কটাক্ষ মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement