'মালদায় আছি, জানাবেন', অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি নিয়ে বড় নির্দেশ মমতার
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee on Amartya Sen: অমর্ত্য সেনের বাড়ি ভাঙতে এলে...। বীরভূম প্রশাসনকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর।
শান্তিনিকেতন: নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি উচ্ছেদ নিয়ে সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী যাতে জোর করে কোনও উচ্ছেদ বা বাড়ি ভাঙতে না পারে তা নিয়ে জেলা প্রশাসনকে করা নির্দেশ মুখ্যমন্ত্রীর।
এদিন মালদা যাওয়ার পথেই মুখ্যমন্ত্রী কিছুক্ষণ বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেন। সেই আলোচনা প্রসঙ্গ- বিশ্বভারতী যাতে বলপূর্বক কিছু না করতে পারে! এই ব্যাপারে জেলা প্রশাসনকে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন- অর্মত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি! প্রতিবাদ বিক্ষোভে বিদ্বজ্জনেরা
জোর করে বিশ্বভারতীয় তরফে কিছু করার চেষ্টা হলে প্রশাসন প্রশাসনের মতো পদক্ষেপ করবে, এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এদিন কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
“আমি মালদায় থাকছি। কিছু হলে আমাকে জানাবেন। আপনারা বিষয়টায় নজর রাখুন।” বীরভূম জেলা প্রশাসনকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 9:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'মালদায় আছি, জানাবেন', অমর্ত্য সেনকে উচ্ছেদের হুঁশিয়ারি নিয়ে বড় নির্দেশ মমতার