#মালদহ: কৃষ্ণনগরে অবরোধে অ্যাম্বুলেন্সে আটকে পড়ে মৃত্যু মালদহের শিশুর। শোকের ছায়া মালদহের মোথাবাড়ির বাঙ্গিটোলা পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে। সাকিবুল সেখ (৭) নামে ওই শিশু গতকাল বিকেলে বাড়ির ছাদে খেলা করার সময় ছাদ থেকে পড়ে যায় । গুরুতর জখম অবস্থায় প্রথমে আনা হয়েছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে । মাথায় গুরুতর আঘাত ছিল সাকিবুলের। চিকিৎসকরা তাকে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন । সেইমতো অ্যাম্বুলেন্সে চাপিয়ে পরিজনরা শিশুকে নিয়ে যাচ্ছিলেন কলকাতায়। রাস্তায় কৃষ্ণনগরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় দুই ঘণ্টা সময় অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্স।
অভিযোগ অবরোধে ছাড় পায়নি অ্যাম্বুলেন্সও। ফলে মেলেনি চিকিৎসার সুযোগ। শেষে চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় শিশুর । এরপর এলাকায় পৌঁছয় স্থানীয় পুলিশ । অবরোধকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ । কিন্তু ততক্ষণে সব শেষ ।আজ সকালে শিশুর মৃতদেহ নিয়ে এলাকায় ফেরেন পরিজনরা । এরপরে শোকে ভেঙে পড়ে গোটা জোতঅনন্তপুর গ্রাম ।
আরও পড়ুন: 'তৃণমূলে ফিরবেন শুভেন্দু অধিকারী'! এবার বিস্ফোরক অভিযোগে সরব 'আদি' BJP নেতা
এলাকায় ভিড় করেন প্রচুর মানুষ। অবরোধে আটকে না পড়লে শিশুকে কলকাতায় নিয়ে যাওয়া সম্ভব হত। চিকিৎসার সুযোগ মিলত । হয়তো বাঁচানো যেত তাঁকে বলছেন পরিজনরা । আত্মীয় আমিনুল শেখ বলেন, অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। সে সময় নিজেকে অত্যন্ত অসহায় বলে মনে হচ্ছিল। বারবার অনুরোধ করেও কোনও ফল হয়নি। অবরোধে গাড়ি বের করতেই পারা যায় নি ।
আরও পড়ুন: 'বিরোধী দলনেতার পদ চলে যাচ্ছে', শুভেন্দুর 'দলবদল' সম্ভাবনা? বিস্ফোরক দাবি সৌমেনের!শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তোহিদুল রহমান । অবরোধ না হলে হয়তো শিশুটি বেঁচে যেত, বলছেন পঞ্চায়েত প্রধান । দুঃখজনক ঘটনা। অবরোধকারীদের চরম শাস্তির দাবি করেছেন তিনি ।মৃত শিশুর বাবা সাজলুম সেখ পেশায় রাজমিস্ত্রি। পরিবারের তিন ভাইবোনের মধ্যে ছোট সাকিবুল। আত্মীয়রা দাবি করেছেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক পুলিশ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal news