Purba Medinipur News: রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সত্যজিৎ রায়! সকলের পছন্দের গয়না বড়ি মেদিনীপুরের ঐতিহ্য

Last Updated:

Purba Medinipur News: খেতে ভালোবাসতেন রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়। এই খাদ্যবস্তুর শিল্পগুনে মোহিত হয়েছিল স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। জেনে নিন কিভাবে তৈরি হয় গয়না বড়ি!

+
গয়না

গয়না বড়ি 

তমলুক: শীতের দিনে গয়না বড়ি তমলুক মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুর জেলায় ঘরে ঘরে চলে গয়না বড়ি তৈরির কাজ। পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যশালী এই গয়না বড়ি খেতে ভালবাসতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। আবার এই গয়না বড়ি জাতীয় কংগ্রেসের অধিবেশনে উল্লিখিত হয়েছে। বিউলির ডালকে জলে ভিজিয়ে বেটে পোস্ত বা তিলের উপর দেওয়া হয় গয়না বড়ি। প্রজন্মের পর প্রজন্ম এই বড়িতে মজে তমলুক এবং মহিষাদলের মানুষ।
বঙ্গের ঋতুরঙ্গে সবচেয়ে প্রিয় ঋতু শীত। শীতকাল মানেই চলে আসে নলেন গুড়, পিঠে-পুলি-পায়েস-সহ বিভিন্ন খাবার দাবার। সেই খাদ্য তালিকায় বড়ির স্থান উপরের দিকেই। আর তা যদি হয় গয়না বড়ি, তা হলে তো আর কথাই নেই। এই বড়ির সঙ্গে মেদিনীপুরের মানুষের ভালবাসা ওতপ্রত ভাবে জড়িত। নবান্ন, বড়দিন বা পৌষমেলার মতোই বাংলায় শীত ছিল এক উৎসবের ঋতু। আর সেই উৎসবের পুরোধা হল গয়না বড়ি। গয়না বড়ি তৈরির উপকরণ: গয়না বড়ি তৈরির জন্য প্রয়োজন বিউলির ডাল, পোস্ত, তিল, এলাচ স্বাদ মতো, নুন স্বাদ মতো, সামান্য কালো জিরে।
advertisement
গয়না বড়ি তৈরির পদ্ধতি: আগের দিন বিকেলবেলা বিউলির ডাল জলে ভিজিয়ে রাখতে হয়। ভেজানো ডাল জল থেকে ভালো করে পরিষ্কার করে ছেঁকে নেওয়া হয়। তারপর সুন্দর করে বেটে নিতে হয়। বেটে নেওয়া ডাল এলাচ কালো জিরে, স্বাদমতো নুন মিশিয়ে থালায় বা অন্য পাত্রে ফেটিয়ে নেওয়া হয়। অন্য দিকে, একটি বড় থালার পাত্রে পোস্ত বা তিল বিছিয়ে ফেটিয়ে নেওয়া ডাল কাপড়ের টুকরো এবং চোঙের সাহায্যে গয়না বড়ি দেওয়া হয়। বেটে নেওয়া ডালকে নির্দিষ্ট সময় পর্যন্ত ফাটতে হয়। তাতে বড়ি হালকা এবং মুচমুচে হয়।
advertisement
advertisement
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, গয়না বড়ি শুধুমাত্র দেখার জন্য, খাওয়ার জন্য নয়। বংশ পরম্পরায় আজও তমলুক, মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় বাড়ির মা-বোনেরা শীতের সকালে গয়না বড়ি তৈরি করেন। সাধারনত অগ্রহায়ন মাসের মাঝামাঝি থেকেই বাড়িতে বাড়িতে লেগে থাকে এই উৎসব। বিউলির ডাল, পোস্ত, সাদা তিল এবং অন্যান্য মশলার সংমিশ্রনের সঙ্গে মেয়েদের সুদক্ষ হাতের কারুকার্যের নিদর্শন হল এই গয়না বড়ি। বছর পর বছর পেরিয়েও বর্তমান প্রজন্মের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সেই কারুকার্যের ছাপ।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Medinipur News: রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সত্যজিৎ রায়! সকলের পছন্দের গয়না বড়ি মেদিনীপুরের ঐতিহ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement