আলুবীজের দাম আকাশ ছোঁয়া, মাথায় হাত পূর্ব বর্ধমান জেলার কৃষকদের... বাজারেও দাম বাড়বে?

Last Updated:

নতুন করে আবার বীজ কেনার টাকা কোথায় মিলবে? তাছাড়া, এতো দাম দিয়ে আলু বীজ কিনে অনেকেরই চাষ করার সঙ্গতি নেই।

দ্বিগুণেরও বেশি হয়ে গেল আলু বীজের দাম। নিম্নচাপের বৃষ্টিতে রাজ্যের শস্য ভান্ডার হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় বেশিরভাগ আলু চাষ নষ্ট হয়ে গিয়েছে। ফের নতুন করে চাষ করতে হবে কৃষকদের। কিন্তু নতুন করে আলু বীজ কিনতে গিয়ে মাথায় হাত পড়েছে চাষিদের। দেড় হাজার টাকার স্হানীয় আলু বীজ এখন চার হাজার টাকা বস্তা দরে কিনতে হচ্ছে। সুযোগ বুঝে এক শ্রেণীর ব্যবসায়ী বাজারে কৃত্রিম অভাব তৈরি করে মুনাফা লুটতে চাইছেন বলে অভিযোগ কৃষকদের।
পূর্ব বর্ধমানের জামালপুর, মেমারি, কালনা মহকুমায় ব্যাপকভাবে আলু চাষ হয়। বেশিরভাগ জমিতেই আলু বসানোর কাজ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সে সব জমির আলু বীজ নষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছেন কৃষকরা। তাই তাঁরা ফের নতুন করে আলু বীজ কিনতে চাইছেন। কিন্তু আলু বীজের দাম তাঁদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাঁরা বলছেন, ধারদেনা করে আলু বসানো হয়েছিল। নতুন করে আবার বীজ কেনার টাকা কোথায় মিলবে? তাছাড়া, এতো দাম দিয়ে আলু বীজ কিনে অনেকেরই চাষ করার সঙ্গতি নেই।
advertisement
জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এ বছর ৬৮ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তার মধ্যে আলু লাগানো হয়ে গিয়েছিল ৫১,২৮৯ হেক্টর জমিতে। কৃষি দফতরের রিপোর্ট অনুযায়ী, নিম্নচাপের জেরে এই জেলায় ৪৬ হাজার ১১৭ হেক্টর আলুর জমি জমিতে জল ঢুকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। চাষিদের দাবি, নিচু জমির একশো শতাংশ বীজই নষ্ট হয়ে যাবে। আর উঁচু জমির ক্ষেত্রে বীজ নষ্টের সম্ভাবনা ৪০ শতাংশ। ফলে সেখানে দ্বিতীয় বার আলু বসাতে হবে। এ ছাড়াও পড়ে থাকা ১৭ হাজার হেক্টর জমিতে বীজ পুঁততে হবে। সবমিলিয়ে বিপুল পরিমাণ বীজ-আলু প্রয়োজন। সেই সুযোগই নিচ্ছেন এক শ্রেণির ব্যবসায়ী।  কেউ কেউ আবার পাঞ্জাবের বস্তায় স্হানীয় আলু বীজ ভরে তা চড়া দামে বিক্রি করছেন। প্রশাসনের উচিত আলু চাষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করা।
advertisement
advertisement
জেলার উপ-কৃষি অধিকর্তা (প্রশাসন) নকুলচন্দ্র মাইতি বলেন, আমাদের নজরে রয়েছে। সরাসরি কালোবাজারির অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আলুবীজের দাম আকাশ ছোঁয়া, মাথায় হাত পূর্ব বর্ধমান জেলার কৃষকদের... বাজারেও দাম বাড়বে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement