স্ত্রী হত্যার পাপ থেকে নিস্তার পেতে নিস্তারিনী কালীপুজো শুরু করেছিলেন রাজা হরিশচন্দ্র
Last Updated:
#শেওড়াফুলি: স্ত্রী হত্যার পাপ থেকে মুক্তি পেতে কালীপুজো। সেখান থেকেই কালী এখানে নিস্তারিনী। শেওড়াফুলিতে নিস্তারিনী কালীপুজো ঘিরে অনেক গল্প।
রাজা হরিশচন্দ্র রায়। তাঁর তিন রানি। কিন্তু তাঁদের মধ্যে ঝগড়া প্রায় লেগেই থাকত। একদিন রেগে বড় রানি সর্বমঙ্গলাকে হত্যা করেন রাজা। অপরাধ বুঝতে পেরে শোকে, দুঃখে বর্ধমান থেকে পাড়ি দেন। রামসিতার মন্দিরে বিশ্রাম নেওয়ার সময় তাঁকে দেখতে পান মন্দিরের সেবাইত। তখন স্বপ্নাদেশ পান মন্দির প্রতিষ্ঠা করার। রামসীতা মন্দির থেকে শেওড়াফুলি যাওয়ার গঙ্গার জলে একটি পাথর ভেসে আসতে দেখেন। সেই পাথর থেকেই তৈরি হয়েছে নিস্তারিনী কালীর মূর্তি। পঞ্চমুণ্ডির উপর পিতলের আসনে রয়েছেন কালী।
advertisement
এখানে নিস্তারিনী দেবীকে শিবপত্নী দক্ষিণকালিকা হিসেবে পুজো করা হয়। মন্দিরের গর্ভগৃহে সেবাইত ছাড়া কেউ ঢুকতে পারেন না। নিত্য পুজো ছাড়াও কালীপুজোর দিনে ছাগবলি, আরতি, তন্ত্রসাধনা ও যজ্ঞ হয়।
advertisement
দেবী এখানে নিস্তারিনী নারী হিসেবে পূজিত হন। তাই পুজোর দিন বিবাহিত মহিলারা গঙ্গাস্নানের পর নতুন শাখা-পলা পরে পুজো দেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 27, 2019 11:00 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রী হত্যার পাপ থেকে নিস্তার পেতে নিস্তারিনী কালীপুজো শুরু করেছিলেন রাজা হরিশচন্দ্র