Mahakumbh 2025: মহাকুম্ভে মায়ের সামনেই সন্তানের মর্মান্তিক মৃত্যু! মায়ের পরিণতিও চোখে জল আনবে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Mahakumbh 2025: কুম্ভমেলায় সন্তানের মর্মান্তিক মৃত্যু দেখে অজ্ঞান হয়ে পড়ল মা। আর এর পরের গল্পের সঙ্গে জুড়ে গেল ওয়েস্ট বেঙ্গল রেডিও আ্যমেচার ক্লাব হ্যাম রেডিওর নাম। অবিশ্বাস্য কাহিনি...
কলকাতা: কুম্ভমেলায় সন্তানের মর্মান্তিক মৃত্যু দেখে অজ্ঞান হয়ে পড়ল মা। আর এর পরের গল্পের সঙ্গে জুড়ে গেল ওয়েস্ট বেঙ্গল রেডিও অ্যামেচার ক্লাব ‘হ্যাম রেডিও’-র নাম। ওই মায়ের ব্যাগে রাখা হ্যাম রেডিও-র ভিজিটিং কার্ড কাজে দিল তাদের।
কুম্ভমেলায় এসে মারা যান বেঙ্গালুরুর যুবক অন্তরীক্ষ। তিনদিন আগে ছেলেকে নিয়ে কর্ণাটক থেকে পুণ্যস্নান করতে এসেছিলেন শুভ্রা ভাসুকি। সঙ্গে ছিল অ্যাটাচি, ছোট টাকার ব্যাগ। এদিকে চোখের সামনে ছেলের মৃত্যু দেখে অজ্ঞান হয়ে যান মা। এরপর উত্তরপ্রদেশ পুলিশের একটি দল ব্যাগ থেকে উদ্ধার করে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের একটি ভিজিটিং কার্ড।
advertisement
আরও পড়ুন: ‘ওরা আসছে!’ শুনেই সীমান্তে ‘অ্যাকশন’ শুরু BSF-এর! ভারতের ক্ষতি করতে এলে কী হাল হবে, এবার বুঝছে বাংলাদেশ
এরপরই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে ফোন আসে এখানে। এই ঘটনা নিয়ে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ”উত্তর প্রদেশ পুলিশের থেকে ফোন এসেছিল ওই মহিলা বা ওই যুবক পরিচিত কিনা তা জানতে। এরপরই শুরু হয় পরিচয় জানার কাজ। পরে হ্যাম রেডিও বেঙ্গালুরুর মঞ্জু নাথ পরিচয় নিশ্চিত করেন। এ নিয়ে তাঁরা জানান, গর্ব হচ্ছে এই দেখে যে, ভিন রাজ্যের এক প্রবীণ মহিলা বাংলার হ্যামদের কতটা ভরসা করতে পারেন যে, তার টাকার ব্যাগে রাখা আমাদের ঠিকানা। হয়তো তিনি ভেবেছিলেন, যদি মেলায় হঠাৎ বিপদে পড়ি তখন হ্যাম-ই ভরসা।”
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ভারতরত্ন’ পদকের সঙ্গে রয়েছে কলকাতার গভীর যোগ! সোনা-রুপো নয়, তাহলে কোন ধাতু দিয়ে তৈরি হয় এই পদক জানেন? চমকাবেন
এই ঘটনার পর হ্যাম রেডিওর সহযোগিতায় পোস্টমর্টেম রিপোর্ট-সহ ডেথ সার্টিফিকেট মিলেছে। বুধবার সকালেই কুম্ভ মেলা থেকে ছেলের নিথর মৃতদেহ নিয়ে বিশেষ বিমানে করে বাড়ি ফিরবেন তাঁরা। কুম্ভমেলায় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে এতেই খুশি তাঁরা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 5:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahakumbh 2025: মহাকুম্ভে মায়ের সামনেই সন্তানের মর্মান্তিক মৃত্যু! মায়ের পরিণতিও চোখে জল আনবে