Madhyamik Examination 2025: মানবিক পুলিশ! ভিক্ষুক মা-বাবার মেয়েকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেলেন পুলিশ কাকু

Last Updated:

কী হবে মেয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়া? দুশ্চিন্তায় ছিলেন স্নেহার মা বাবার৷ তখনই সহায় হলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার চন্দননগর পুলিশের কনস্টেবল।

News18
News18
সোমনাথ ঘোষ  চুঁচুড়া: দৃষ্টিহীন ভিক্ষুক দম্পতির মেয়ের মাধ্যমিক পরীক্ষা, সহায় পুলিশ মামা সুকুমার। মায়ের মত ফার্স্ট ডিভিশন পেতে চায় মেয়ে। মাধ্যমিক প্রত্যেক পড়ুয়ার জীবনে প্রথম বড় পরীক্ষা।আর সেই পরীক্ষা দিতে যাওয়ায় কিছুটা ভয় কিছুটা উৎকন্ঠা কাজ করছিল স্নেহা হালদারের।
চুঁচুড়া চকবাজারের বাসিন্দা স্নেহা হুগলি গার্সল স্কুলের ছাত্রী। বাড়ির কাছেই স্কুলে এতদিন পড়াশোনা তার।কিন্তু মাধ্যমিকের সিট পরেছে শিক্ষা মন্দির স্কুলে।বাড়ি থেকে বেশ কিছুটা দূরে।কী ভাবে পরীক্ষা দিতে যাবে? ভাবনা ছিল।স্নেহার মা শিবানী, বাবা মৃত্যুঞ্জয় হালদার দৃষ্টিহীন। ট্রেনে ভিক্ষা করেন। তাদেরই পথ চলতে মেয়ের সাহায্য নিতে হয়।
advertisement
advertisement
কী হবে মেয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়া? দুশ্চিন্তায় ছিলেন স্নেহার মা বাবার৷ তখনই সহায় হলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার চন্দননগর পুলিশের কনস্টেবল। দৃষ্টিহীনদের নিয়ে কাজ করার সুবাদে স্নেহার মা বাবার সঙ্গে তার পরিচয়।স্নেহার মা সুকুমারকে ভাইফোঁটা দেন সেই পরিচয়ের সুবাদে।
স্নেহার মাধ্যমিক পরীক্ষা তাই তাকে বোর্ড পেন থেকে প্রয়োজনীয় জিনিস কিনে দেন পুলিশ মামা।পরীক্ষা কেন্দ্র যে স্কুলে সেই স্কুল গতকাল দেখিয়ে নিয়ে আসেন তার বাইকে বসিয়ে।যদি স্নেহাকে এক একা যেতে হয় তার জন্য শ দুয়েক খুচরো টাকাও দেন।
advertisement
পুলিশের কাজে ছুটি নেই।কখন কোথায় যেতে হয়।তাই স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলেও ভাবনায় থাকেন যদি সময়ে যেতে না পারেন,যদি কাজ পরে যায়!তবে আজ প্রথম পরীক্ষার দিন দূরে কোথাও কাজ পরেনি বলে সুকুমার স্নেহাকে নিয়ে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশ মামার বাইকে পরীক্ষা দিতে যাওয়ার সময় স্নেহা তাই খুশি।
advertisement
পরীক্ষায় ভাল ফল করে নিজের পায়ে দাঁড়াতে চায় স্নেহা।মা বাবার সহায় হতে চায়।ভাইকে বড় করতে চায়।যে কষ্ট তাদের জন্য মা বাবা করছেন তাদের জন্য কিছু করতেই হবে তাকে।সেই লক্ষে এগিয়ে যেতে জীবনের প্রথম বড় পরীক্ষা ভাল করে দিতে দিতে চায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examination 2025: মানবিক পুলিশ! ভিক্ষুক মা-বাবার মেয়েকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে নিয়ে গেলেন পুলিশ কাকু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement