Madhyamik Exam 2025: অটো-টোটো-বাসচালকদের জন্য বড় খবর, সোমবার থেকে নিয়ন্ত্রিত হবে চলাচল! কেন-কোথায় জানুন

Last Updated:

Madhyamik Exam 2025: কুলপি রোড, জয়নগর-জামতলা রোড, চরণ থেকে ঢোসা রোডের যানজটপ্রবণ এলাকাগুলি এবং রেলস্টেশন সংলগ্ন বাজারে নিয়ন্ত্রিত হবে চলাচল। জানুন...

প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 
দক্ষিণ ২৪ পরগনা: সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। আর তার ঠিক আগে জয়নগর আমন্ত্রণ কমপ্লেক্সে জয়নগর থানা ও জয়নগর সাব ট্রাফিকের উদ্যোগে প্রশাসনিক বৈঠক হয়ে গেল।
সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা, চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই পরীক্ষা কটা দিন যাতে জয়নগর এলাকার সমস্ত পরীক্ষাগ্রহণ কেন্দ্রের পরীক্ষার্থীরা নির্বিঘ্নে সঠিক সময়ে পৌঁছে পরীক্ষা দিতে পারে সে জন্য জয়নগর থানা ও জয়নগর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হল।
আরও পড়ুন: ‘প্রতিবার কেক কেটে প্রিয় নতুন গুড়ের পায়েস খেত’, জন্মদিনে যন্ত্রণা-কান্না আরজি করে নির্যাতিতার বাবা-মা’র
জয়নগর থানার অন্তর্গত কুলপি রোড, জয়নগর-জামতলা রোড, চরণ থেকে ঢোসা রোডের যানজটপ্রবণ এলাকাগুলি এবং রেলস্টেশন সংলগ্ন বাজার ও পাড়ার রাস্তাগুলিতে মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে যানজট মুক্ত করতে এলাকার অটো, টোটো, ট্রেকার ও বাস মালিক ইউনিয়নের কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা, ‘মাধ্যমিক’ শব্দের অর্থ কী জানেন? রইল ৪ অপশন, বলতে পারলে আপনি জিনিয়াস
এদিনের আলোচনাসভা থেকে সমস্ত ট্রাক চালক ও অন্যান্য মালবাহী গাড়িচালকদের জানানো হয় পরীক্ষার দিনগুলিতে সকাল সাতটা থেকে বেলা তিনটে পর্যন্ত জয়নগর থানায় এলাকায় কোনও গাড়ি প্রবেশ করবে না। সমস্ত ইঞ্জিন ভ্যান, পিক আপ ভ্যান, ইটের গাড়ি, বালির গাড়ি ও কাঠের গাড়িচালকদের এই পরীক্ষার দিনগুলিতে সকাল সাতটা থেকে তিনটে পর্যন্ত জয়নগর থানা এলাকায় প্রবেশ নিষেধ করা হয়েছে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Exam 2025: অটো-টোটো-বাসচালকদের জন্য বড় খবর, সোমবার থেকে নিয়ন্ত্রিত হবে চলাচল! কেন-কোথায় জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement