Madhyamgram Blast: স্বামী বাইরে গেলেই আসত সচ্চিদানন্দ! মধ‍্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে বিরাট মোড়, আটক প্রেমিকা গৃহবধু ও স্বামী

Last Updated:

Madhyamgram Blast: ঘটনায় প্রেমিকা মহিলারও যোগ থাকার অভিযোগে মহিলাকে আটক করেছ তদন্তকারী এস.টি.এফ মহিলা টিম। তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।

News18
News18
মধ্যমগ্রাম: মধ্যমগ্রামের দেবীগড়ে বিস্ফোরণ কাণ্ডে নয়া মোড়। সূত্রের খবর, নিহত সচ্চিদানন্দ মিশ্রের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সম্পর্ক তৈরি হয় মধ্যমগ্রামের এক গৃহবধূর। তদন্তে পুলিশের প্রাথমকি অনুমান প্রেম থাকার কারণে সেই মহিলার স্বামীকে খুন করতে আসাই ছিল সচিদানন্দের উদ্দ‍্যেশ‍্য। খুন করতে এসেই বিস্ফোরণে নিজেই নিহত হয়েছেন সচ্চিদানন্দ। ঘটনায় প্রেমিকা মহিলারও যোগ থাকার অভিযোগে মহিলাকে আটক করেছ তদন্তকারী এস.টি.এফ মহিলা টিম। তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের আশপাশেই ওই মহিলার বাড়ি। সচিদানন্দকে নিয়ে একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। নিজের প্রেমিকার অপমান অত্যাচার সহ্য করতে না পারি তার স্বামীকে খুন করার প্ল্যান কষে সে। তবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন সচ্চিদানন্দকে তার প্রেমিকা ও যথেষ্ট সহযোগিতা করেছে।
advertisement
advertisement
নিজে আইটিআই ছাত্র তাই ওই বিস্ফোরক নিজেই বানিয়েছিলেন। পুলিশের অনুমান, একটি পেনের মত ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে বিস্ফোরক বানিয়েছিলেন তিনি। কিন্তু ভুল বাটন চাপ দিয়ে নিজেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এর আগেও একাধিকবার উত্তর প্রদেশ থেকে মধ্যমগ্রামে এসেছে এই সচ্চিদানন্দ। চলতি বছরের গত এপ্রিল মাসে এসে বেশ কয়েকদিন থেকে গিয়েছেন তিনি। এক্ষেত্রে পুলিশের অনুমান যখনই ওই মহিলার স্বামী বাইরে কোনও কাজের জন্য যায় তখনই ওই সচিদানন্দ মধ্যমগ্রামে এসে থাকতেন। অভিযোগ গত তিনদিন ধরে সচিদানন্দ মধ্যমগ্রাম এলাকাতেই রয়েছেন। তার প্ল্যান ছিল গত পরশু রাতে ওই মহিলার স্বামীকে খুন করে দেওয়ার।
advertisement
অভিযুক্ত মহিলার নাম লালিমা। পুলিশ সূত্রে খবর, মধ্যমগ্রাম দাসপাড়ায় বাড়ি ওই মহিলার স্বামীর নাম শফিকুল গাজী। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে শফিকুলের আগে একাধিকবার বাড়িতে উত্তর প্রদেশের একটি ছেলেকে নিয়ে গণ্ডগোল হয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে সে কথা জানিয়েছেন প্রতিবেশীরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamgram Blast: স্বামী বাইরে গেলেই আসত সচ্চিদানন্দ! মধ‍্যমগ্রাম বিস্ফোরণ কাণ্ডে বিরাট মোড়, আটক প্রেমিকা গৃহবধু ও স্বামী
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement