Madhabi Mukherjee health update : ক্রনিক অ্যানিমিয়া চিন্তিত চিকিৎসকরা! এখন কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়?

Last Updated:

Madhabi Mukherjee health update : রক্তাল্পতা ও ডায়াবিটিসের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেত্রী। সেই সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হন মাধবী।

অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়
#কলকাতা: শুক্রবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। তবে শনিবার হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখন তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি আগের থেকে ভাল আছেন।
রক্তাল্পতা ও ডায়াবিটিসের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেত্রী। সেই সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হন মাধবী। ইতিমধ্যেই হাসপাতালে তাঁর বেশ কিছু পরীক্ষানিরীক্ষা হয়েছে। তবে সেগুলির রিপোর্টে খুব চিন্তার কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে ক্রনিক অ্যানিমিয়া ভাবিয়ে তুলেছে চিকিৎসকদের। ঠিক কী কারণে এত রক্তাল্পতায় ভুগছেন, সেই কারণ বোঝার জন্য আরও বেশ কিছু পরীক্ষা করা হবে অভিনেত্রীর।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে খবর, তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে না। ডক্টর বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা করা হচ্ছে। তিনি আপাতত স্থিতিশীল রয়েছেন। শারীরিক পরিস্থিতির দিকে নজরদারি চালানো হচ্ছে। কেন তিনি দুর্বল এবং অসুস্থ বোধ করছেন, তা জানতে বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেগুলি করানো হচ্ছে। পরীক্ষার রিপোর্ট দেখেই চিকিৎসা পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
মাধবী মুখোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর বেশ কিছুদিন ধরেই শরীর সেভাবে ভাল যাচ্ছিল না তাঁর। তবে গত ২৫ এপ্রিল তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন। কিন্তু শুক্রবার তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্ষীয়ান অভিনেত্রীর অনুরাগীরা উদ্বেগে রয়েছেন তাঁর জন্য।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhabi Mukherjee health update : ক্রনিক অ্যানিমিয়া চিন্তিত চিকিৎসকরা! এখন কেমন আছেন মাধবী মুখোপাধ্যায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement