Madan Mitra On Jagdeep Dhankhar : 'জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে', হঠাৎ ছড়া আউড়ালেন কেন মদন মিত্র?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
রাজ্যপাল পদকে এমনকি পরকীয়ার সঙ্গেও তুলনা করেছেন কামারহাটির বিধায়ক (Madan Mitra)। রাজ্যে সন্ত্রাসের অভিযোগ নিয়ে রাজ্যপালের (Governor) সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরও একধাপ এগিয়ে মদন বলেন, ‘‘এই রাজ্যপাল (Jagdeep Dhankhar) ৭২ ঘণ্টার মধ্যেও চলে যেতে পারেন।’’
বৃহস্পতিবার হাওড়ার (Howrah) বালির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মদন মিত্র (Madan Mitra)। সেখানেই চাঁচাছোলা ভাষায় রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) বিরুদ্ধে একের পর এক সমালোচনায় সরব হন তিনি। তাঁর কথায়, ‘‘পরকীয়া আর রাজ্যপাল দুটোই লেবুর চাটনি বা আমারে আচারের মতো। উনি কয়েক দিন আগে বললেন, হাজার হাজার বাঙালি না কি অসম চলে গিয়েছেন। উনি বলতেই পারতেন ‘আমি শিলং বেড়াতে যাব, সরকারি পয়সায়, বিজনেস ক্লাসে’। অসমে গিয়ে দেখলেন এক জন বাঙালি ওঁকে বললেন না যে তাঁদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তার পর উনি ফিরে এসে দিল্লি গিয়ে বললেন, ‘বাংলায় ব্যাপক সন্ত্রাস হয়েছে’।
advertisement
এরপরেই নিজস্ব ঢঙে তৃণমূল বিধায়ক বলেন, "আমি মদন মিত্র চ্যালেঞ্জ করছি, এখানে ৩ জন বিজেপি কর্মীর বাড়ি দেখান, যাদের বাড়ি ভাঙচুর হয়েছে বা লাশ এখান দিয়ে নিয়ে যেতে হয়েছে। তেমন হলে আমি বিধায়ক পদ ছেড়ে দেব।’’ একইসঙ্গে জুড়ে দেন তাঁর চটুল টিপ্পনিও, ‘‘রাজ্যপালের উপযুক্ত এক জন মহিলা বাংলায় আছেন। তবে তাঁর নাম বলতে চাইছি না।" মদন মিত্রের মন্তব্য, "ওঁকে দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে, "জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। উনি পাগলা হাতির মতো মাথা নাড়েন। আমার ভাল লাগে!’’ রাজ্যপাল প্রসঙ্গে মদনের আরও মন্তব্য, ‘‘আমার রাজ্যপালের মুখ দেখলেই ডিপ্রেশান হয়।’’
advertisement
advertisement
একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও মুখর হন মদন। প্রধানমন্ত্রীর ভোটের সময় দলীয় প্রচারে ঘন ঘন রাজ্যে আসাকে কটাক্ষ করে মদন বলেন, ‘‘এ বার প্রধানমন্ত্রী ভোটপ্রচারে এসে বলেছিলেন, ‘মেরে দিদি হ্যায় তোলাবাজ’। এ তো বালির মস্তানরাও বলে না। আর বাংলার মানুষ দু’টো গালে দু’টো থাপ্পড় মারল, ২১৩। এখন লখনউ-দিল্লি ডেলি প্যাসেঞ্জারি করো।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 25, 2021 11:03 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madan Mitra On Jagdeep Dhankhar : 'জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে', হঠাৎ ছড়া আউড়ালেন কেন মদন মিত্র?







