West Bardhaman News: আবহাওয়ার খামখেয়ালিপনা, অসময়ে বৃষ্টিতে দফারফা পদ্ম চাষের! পুজোর বাজারে টান পড়বে?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Lotus Flower Cultivation Ruined: ফলন অনেক কম হয়েছে। যে কারণে দুর্গাপুজোর সময় পদ্মফুলের জোগানে টান পড়তে পারে, এমন আশঙ্কা রয়েছে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : পদ্মফুল ছাড়া যেন দুর্গাপুজো অসম্পূর্ণ। বিশেষ করে মহাষ্টমী এবং সন্ধি পুজোর সময় পদ্মফুলের বিশেষ প্রয়োজন হয়। অনেক পারিবারিক পুজোতে সন্ধিক্ষণে ১০৮টি পদ্ম নিবেদনের নিয়ম রয়েছে। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় দফারফা অবস্থা পদ্ম চাষের। আবহাওয়ার বেপরোয়া মনোভাবে চরম ক্ষতিগ্রস্ত পদ্ম ফুলের চাষ। পুজোর আগে ফলন অনেক কম।
পদ্মচাষিরা জানান, শুরু থেকেই এ বছরে পদ্ম ফুলের ফলন কম হচ্ছে। প্রথমদিকে বৃষ্টির আকাল দেখা দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাত হয়েছে। সম্প্রতি দক্ষিণ বঙ্গ জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় পদ্ম ফুলের চাষ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলন অনেক কম হয়েছে। যে কারণে দুর্গা পুজোর সময় পদ্মফুলের জোগানে টান পড়তে পারে, এমন আশঙ্কা রয়েছে।
advertisement
advertisement
তারা বলছেন, বিশ্বকর্মা পুজোর আগে পদ্মফুল ফুটেছিল। কিন্তু বিশ্বকর্মা পুজো, মনসা পূজোয় বেশিরভাগ পদ্ম, পুকুর থেকে তুলে বিক্রি করা হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আগে সময় কম। সদ্য আবার পদ্মফুলের কুঁড়ি আসছে। কিন্তু এখনও পর্যন্ত চরম ভ্যাঁপসা গরম। আবার নিম্নচাপের আশঙ্কা রয়েছে। ফলে এই কম সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণে পদ্ম ফুটবে কিনা, তা-বুঝে উঠতে পারছেন না চাষীরা।
advertisement
অন্যদিকে পুজো উদ্যোক্তাদেরও চিন্তা বাড়ছে। এমনিতেই ফুলের বাজার বিগত এক-দেড় মাস ধরে আগুন। গাঁদা, রজনীগন্ধা ইত্যাদি ফুলের দাম অনেকটাই বেশি রয়েছে। পুজোর সময় পদ্মফুলের দাম বেশি চাহিদার কারণে বেড়ে যায়। তার ওপর যদি ফলন কম হয়, তাহলে পদ্ম ফুলের দাম আকাশ ছোঁয়া হতে পারে, এই আশঙ্কা করছেন পুজো উদ্যোক্তারা। তাই খুব স্বাভাবিকভাবেই পুজোয় পদ্মফুল কিনতে গিয়ে হাত পুড়বে বলেই আশঙ্কা করছেন সকলে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2024 8:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আবহাওয়ার খামখেয়ালিপনা, অসময়ে বৃষ্টিতে দফারফা পদ্ম চাষের! পুজোর বাজারে টান পড়বে?