District Durga Puja 2024: দেবীর আগমনে আশার আলো দেখছেন জেলার পদ্ম চাষীরা

Last Updated:

District Durga Puja 2024: শারদ উৎসবে দেবীর আগমনে বছরভর চলা খরা কাটিয়ে, আসার আলো দেখার অপেক্ষায় জেলার পদ্ম চাষীরা

+
পদ্ম

পদ্ম

উত্তর ২৪ পরগনা: দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসব। দেবীর আগমনে তাই খরা কাটিয়ে আশার আলো দেখছেন জেলার পদ্ম চাষীরা।
পদ্ম চাষিরা জানাচ্ছেন, চলতি বছরে পদ্মফুলের চাহিদা একেবারে ঠেকেছিল তলানিতে। পদ্ম চাষ করে তাই মাথায় হাত দেওয়ার জোগাড় হয়েছিল জেলার চাষীদের। লক্ষ্মীবারের পুজো ছাড়া একেবারেই চাহিদা ছিল না পদ্ম ফুলের। ফলে পদ্মফুল তুললেও, বিক্রি না হয়েই পড়ে থেকে নষ্ট হয়েছে অনেক ফুল।
advertisement
advertisement
পাঁচঘরিয়া নাংলার বিল এলাকায় প্রায় ৬০ বিঘা জমিতে পদ্ম চাষ করেছেন পদ্ম চাষী পরিমল মন্ডল। এখান থেকেই সারা বছর পদ্মফুল ঠাকুরনগর বাজার হয়ে রাজ্যের নানা প্রান্তে পৌঁছয়। কোল স্টোরেজে রাখার ক্ষেত্রেও বেড়েছে ব্যয়ভার। সেই জায়গায় দাঁড়িয়ে লাভের মুখ না দেখলেও, এখন অন্তত খরচটুকু তোলার আশাতেই দুর্গাপুজোর দিকে তাকিয়ে পদ্ম চাষীরা। দেবীর আরাধনায় প্রয়োজন পড়ে পদ্মের। সেই জায়গায় দাঁড়িয়ে বারোয়ারি হোক বা বনেদি বাড়ি, বাড়বে পদ্মের চাহিদা বলেই আশা। ইতিমধ্যেই এই বিঘের পর বিঘে জমিতে ফোটা পদ্ম দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছেন। এখন দেখার আরজি কর আবহে এবারের দুর্গাপুজো কতটা সুবিধা করে পদ্ম চাষীদের।
advertisement
রুদ্র নারায়ন রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
District Durga Puja 2024: দেবীর আগমনে আশার আলো দেখছেন জেলার পদ্ম চাষীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement