Lok Sabha Election 2024: বিধানসভায় হারের পরেই যুব তৃণমূলনেত্রী... এবার কি সংসদের পথে সায়নী? যাদবপুরে 'বড়' চমক
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এর আগে বিভিন্ন চ্যানেলের এক্সিট পোলকে কটাক্ষ করেন তারকা প্রার্থী সায়নী ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভাঙড় ছাড়া বাকি ছয় কেন্দ্রেই তৃণমূলের বিধায়ক।
দক্ষিণ ২৪ পরগনা: কলকাতা সংলগ্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র যাদবপুর লোকসভা। গত তিনবারেই লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। গতবার এই কেন্দ্রে জিতে সাংসদ হয়েছিলেন তৃণমূলের মিমি চক্রবর্তী। এবার সেখান থেকেই লড়ছেন সায়নী ঘোষ।
advertisement
গণনার আগে খোশ মেজাজে দেখা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষকে। সঙ্গে ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বারুইপুর কাছারি বাজার সংলগ্ন একটি পার্কে ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে।
advertisement
দক্ষিণ ২৪ পরগনা জেলার এক বিরাট অংশ এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, ভাঙড়, যাদবপুর ও টালিগঞ্জ। মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ২ হাজার ২৩৪ জন। যাদবপুর কেন্দ্রের ২১.৪ শতাংশ মুসলিম ভোটার।
এ পর্যন্ত গণনার শেষে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ ৩২৯০৩ ভোটে এগিয়ে।
advertisement
সায়নী ঘোষ- ৯১৭৫২
অনির্বাণ গঙ্গোপাধ্যায়- ৫৮৮৪৯
সৃজন ভট্টাচার্য- ২৭৫৫২
এর আগে বিভিন্ন চ্যানেলের এক্সিট পোলকে কটাক্ষ করেন তারকা প্রার্থী সায়নী ঘোষ ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ভাঙড় ছাড়া বাকি ছয় কেন্দ্রেই তৃণমূলের বিধায়ক। ২১-এর বিধানসভায় ভাঙড় থেকে জেতেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। এবার ভোটেও উত্তপ্ত হয়েছে ভাঙড়। সেই কেন্দ্র থেকেও কিন্তু বেশ আশাবাদী সায়নী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2024 11:08 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: বিধানসভায় হারের পরেই যুব তৃণমূলনেত্রী... এবার কি সংসদের পথে সায়নী? যাদবপুরে 'বড়' চমক