Lok Sabha Elections 2024: ক্রিকেটার ইউসুফ পাঠান আজ মুর্শিদাবাদে! তারকা প্রার্থীকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল, 'ঘরোয়া' দূরত্ব মিটিয়ে প্রচারে একযোগে নামার প্রস্তুতি
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Lok Sabha Elections 2024: বহরমপুর লোকসভা আসন লোকসভা ভোটের লড়াইয়ে এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র। অধীর চৌধুরীর গড়ে ফুল ফোটাতে তৃণমূল কংগ্রেস এবার হাতিয়ার করেছে বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে।
কলকাতা: বহরমপুর লোকসভা আসন লোকসভা ভোটের লড়াইয়ে এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র। অধীর চৌধুরীর গড়ে ফুল ফোটাতে তৃণমূল কংগ্রেস এবার হাতিয়ার করেছে বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানকে। ২০২১ বিধানসভা ভোটের ফলে এই জেলায় ভাল ফল তৃণমূল কংগ্রেসের। যদিও লোকসভায় বরাবর অধীরের প্রতি আস্থা রেখেছেন এখানের মানুষ৷ এই অবস্থায় অধীর বনাম ইউসুফের এবারের লড়াই জমজমাট।
বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান আজ বৃহস্পতিবার মুর্শিদাবাদে আসছেন। ভোট ময়দানে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত বহরমপুর তৃণমূল সাংগঠনিক জেলা। সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে বাংলার অধিকার যাত্রা সফল করতে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব আয়োজনে কোনও ত্রুটি রাখছে না! জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার জানিয়েছেন, কিংবদন্তী ক্রিকেটার এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়বেন এবং অধিকার রক্ষার লড়াইয়ে বাংলার জয় নিশ্চিত করবেন।
advertisement
advertisement
অপূর্ব সরকার বলেন, “বিশ্বকাপ জয় করে ইউসুফ পাঠান যেভাবে সারা দেশকে গর্বিত করেছেন, এবার ঠিক একইভাবে বাংলার অধিকার রক্ষার লড়াইয়ে আমরা তাঁকে বিধ্বংসী ইনিংস খেলতে, দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করতে দেখব! আসুন, সকলে মিলে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের প্রার্থী ইউসুফ পাঠানকে স্বাগত জানাই।”
advertisement

বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠানের সফর ঘিরে উচ্ছ্বসিত বহরমপুরের উৎসাহী তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা গেল দেওয়ালজোড়া গ্রাফিতি আঁকতে!
advertisement
আগামী ১৩ মে এই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা-কর্মী থেকে শুরু করে আমজনতা, সকলেরই একটাই বক্তব্য, প্রিয় ক্রিকেটারের অপেক্ষায় তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রসঙ্গত, ইউসুফ পাঠান ভারতের জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও সদস্য ছিলেন।
ইউসুফের আসন্ন সফর নিয়ে উত্তেজনায় ফুটছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় কার্যালয়ও। এদিন সকালেও উত্তেজনার সেই ছবিটা ছিল স্পষ্ট। সকলেরই বিশ্বাস, আগামী দিনে ইউসুফ পাঠানের মাধ্যমেই বহরমপুরের মানুষের কণ্ঠ সংসদে পৌঁছে যাবে। আজ দুপুরে টেক্সটাইল কলেজ মোড়ে আসবেন ইউসুফ পাঠান। তারপর তিনি জনসংযোগ সারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2024 12:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elections 2024: ক্রিকেটার ইউসুফ পাঠান আজ মুর্শিদাবাদে! তারকা প্রার্থীকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল, 'ঘরোয়া' দূরত্ব মিটিয়ে প্রচারে একযোগে নামার প্রস্তুতি