Lok Sabha Election 2024: ভোট প্রচারে এসে বাংলায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Lok Sabha Election 2024: দিলীপ ঘোষের পরিবর্তে মেদিনীপুরে এবার অগ্নিমিত্রা পলকে প্রার্থী করেছে বিজেপি। তাঁরই সমর্থনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পর এবার প্রচার করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান
পশ্চিম মেদিনীপুর: পশ্চিমবঙ্গে এসে চেনা ছন্দে মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তুরকাতে এসে হেলিকপ্টার থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাতে মেলাতে উঠে আসেন মঞ্চে। যেন বাংলার অতি পরিচিত মুখ। সেখানে দাঁড়িয়ে মধ্যপ্রদেশের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপিকে জয়যুক্ত করার আবেদন জানিয়েছেন তিনি।
দিলীপ ঘোষের পরিবর্তে মেদিনীপুরে এবার অগ্নিমিত্রা পলকে প্রার্থী করেছে বিজেপি। তাঁরই সমর্থনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পর এবার প্রচার করলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার দুপুর কিছুটা গড়াতে তিনি আসেন দাঁতনের তুরকাতে। সেখানে অগ্নিমিত্রা পলের হয়ে প্রচার করেন। বক্তব্য রাখতে গিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন শিবরাজ সিং চৌহান। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গীতা দিয়ে বরণ করে নেন বিজেপি কর্মীরা।
advertisement
advertisement
বক্তব্য রাখতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মহিলাদের, মা-বোনেদের সম্মান রক্ষার আহ্বান জানান। বাংলায় সম্মোধন করে বক্তৃতা শুরু করেন হিন্দিভাষী শিবরাজ। কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় জানতে চান, তাঁরা কেমন আছেন? শুধু তাই নয় বাংলার ভুয়সী প্রশংসা করেন তিনি। তিনি বলেন তিনি বাংলায় এলে আনন্দে ভরে যান।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 8:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট প্রচারে এসে বাংলায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ