Lok Sabha Election 2024: ভোট কর্মীদের টিফিনে কিলবিল করছে পোকা! ব্যাপক বিক্ষোভ খাতড়ায়

Last Updated:

Lok Sabha Election 2024: টিফিন হাতে পেয়ে অনেকেই খেতে শুরু করেন। এরপরই নজরে আসে টিফিনে দেওয়া প্যাটিসের ভেতর কিলবিল করছে পোকা। ওই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ

+
মেয়াদ

মেয়াদ উত্তীর্ণ খাবার

বাঁকুড়া: ভোট কর্মীদের খাবারে কিলবিল করছে পোকা, প্যাকেটজাত খাবারের মেয়াদ উত্তীর্ণ! শনিবার ভোটের প্রশিক্ষণে গিয়ে এমন খাবার পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন বাঁকুড়ার ভোট কর্মীরা। সমস্ত খাবার টান মেরে ফেলে দেন তাঁরা। তার‌ই মধ্যে বিষয়টি নজরে আসার আগে কয়েকজন ভোট কর্মী ওই খাবারই খেয়ে ফেলেছিলেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।
মিড ডে মিলে দেওয়া খাবারের মান নিয়ে বারেবারে প্রশ্ন উঠছে। তাতে পোকা, টিকটিকি এমনকি সাপের বাচ্চা পাওয়ার মত ঘটনাও ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। তা বলে লোকসভা ভোটে যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন তাঁদের খাবারেও পোকা! বিষয়টি নজরে আসতেই প্রশিক্ষণ কেন্দ্রেই প্রবল বিক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। বাঁকুড়ার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ের এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে জেলা প্রশাসন।
advertisement
advertisement
খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। বাঁকুড়া জেলায় ভোটগ্রহণ ২৫ মে। তার আগে এখন জেলার বিভিন্ন মহকুমা এলাকায় ভোট কর্মীদের প্রশিক্ষণ চলছে। শনিবার খাতড়া মহকুমা এলাকার প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ শিবির ছিল। খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে পৃথিবীর আয়োজিত হয়। সেখানে প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় ৮০০ জন প্রিসাইডিং অফিসার। দুপুরে প্রশিক্ষণের ফাঁকে প্রশাসনের তরফে নিয়মমাফিক তাঁদের টিফিন দেওয়া হয়। আর তাতেই দেখা যায় এই বিপত্তি।
advertisement
ওই প্রশিক্ষণে উপস্থিত বেশ কয়েকজন ভোট কর্মীর কাছ থেকে জানা গিয়েছে, টিফিন হাতে পেয়ে অনেকেই খেতে শুরু করেন। এরপরই নজরে আসে টিফিনে দেওয়া প্যাটিসের ভেতর কিলবিল করছে পোকা। ওই টিফিনেই থাকা প্যাকেটজাত খাবারের একাংশ মেয়াদ উত্তীর্ণ। এই খাবার খেয়ে কয়েকজন প্রিসাইডিং অফিসার অসুস্থ বোধ করতে শুরু করেন। বিষয়টি জানাজানি হতেই ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রবল ক্ষোভে ফেটে পড়েন প্রশিক্ষণরত প্রিসাইডিং অফিসাররা। ঘটনার কথা শুনে দ্রুত ছুটে আসেন খাতড়ার মহকুমাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
advertisement
দ্রুত প্রিসাইডিং অফিসারদের বিকল্প খাবারের ব্যাবস্থা করার পাশাপাশি খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়। প্রিসাইডিং অফিসারদের দাবি, বরাত পাওয়া সংস্থার কাছ থেকে এক শ্রেণির আধিকারিক ও রাজনৈতিক নেতাদের একাংশ কাটমানি নেওয়ার ফলেই এমন নিম্ন মানের খাবার সরবরাহ করা হয়েছে। ঘটনার তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সরব হয়েছেন বিক্ষোভকারী প্রিসাইডিং অফিসাররা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: ভোট কর্মীদের টিফিনে কিলবিল করছে পোকা! ব্যাপক বিক্ষোভ খাতড়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement