Lok Sabha Elections 2024: দেবাংশু ভট্টাচার্য ও সৌমেন্দু অধিকারী একই দিনে জমা দিলেন মনোনয়ন পত্র!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Lok Sabha Elections 2024: ভোটের লড়াই চলছে জোরকদমে! একই দিনে মনোনয়ন জমা দিলেন দেবাংশু ও সৌমেন্দু! যা ঘটল জানলে অবাক হবেন
তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক কার্যালয় একই দিনে দেবাংশু সহ তিন প্রার্থীর মনোনয়ন জমা হল। পঞ্চম দফা লোকসভা নির্বাচনের মনোনয়ন জমার কাজ চলছে। ২ মে বৃহস্পতিবার তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন দেবাংশু ভট্টাচার্য এবং উত্তম বারিক। এছাড়াও এদিনই কাঁথি লোকসভা কেন্দ্রে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির হয়ে মনোনয়ন জমা করেন আধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী। মনোনয়ন পর্বে জেলাশাসক কার্যালয় জুড়ে কড়া নিরাপত্তা পুলিশের।
২ মে বৃহস্পতিবার তমলুক লোকসভা কেন্দ্রের হয়ে মনোনয়ন জমা দেন দেবাংশু ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার আগে জেলাশাসক কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিল করে আসেন দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূলের নেতাকর্মীরা। নিমতৌড়ি কালীমন্দির থেকে জেলাশাসক কার্যালয় পর্যন্ত তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা করেই তৃণমূল কংগ্রেসের তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী জেলাশাসক কার্যালয়ে আসেন মনোনয়ন জমা করতে। মনোনয়ন জমায় রাজ্যের দুই মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কেরা। পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের হাতে নিজের মনোনয়ন জমা দিয়েই বেরিয়ে যান দেবাংশু ভট্টাচার্য।
advertisement
advertisement
অন্যদিকে কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য বিজেপির হয়ে মনোনয়ন জমা করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন শিশির অধিকারী। বিজেপি নেতাকর্মীরা তাদের প্রার্থীকে নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন মিছিল করে। একই দিনে দুই দলের মনোনয়ন জমা ঘিরে ক্ষণিক উত্তেজনা ছড়ায় জেলাশাসক কার্যালয় চত্বরে। যদিও জেলাশাসক কার্যালয় জুড়ে ছিল করা পুলিশি নিরাপত্তা। মনোনয়ন জমা দেওয়ার পর কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী জানান, ‘তিনবারের প্রবীণ সাংসদ তথা তার বাবা শিশির অধিকারী তার মনোনয়নে প্রস্তাবক হয়েছেন। এছাড়াও বিরোধী দলনেতার পাশাপাশি পুরো বিজেপি পরিবার তার সঙ্গে রয়েছে। কাঁথি লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন তিনি।’
advertisement
আরও পড়ুন: পান্তাভাত কত ঘণ্টা জলে ভেজাবেন? বেশি হলেই বিপদ! এই গরমে খাওয়া ভাল না খারাপ? জানুন চিকিৎসকের মত
পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে পঞ্চম দফায় ২৫ মে। এদিন দেবাংশু সহ মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়ন জমা করলেন। মনোনয়ন পর্বে উভয় দলেরই কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আগামী ৪ জুন কে শেষ হাসি হাসবে তা সময় বলবে। তার আগে মনোনয়ন পর্বে সব প্রার্থী নিজেদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 9:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Elections 2024: দেবাংশু ভট্টাচার্য ও সৌমেন্দু অধিকারী একই দিনে জমা দিলেন মনোনয়ন পত্র!