বারাকপুরে হ‍্যাটট্রিক দীনেশ ত্রিবেদীর ! মুকুল-অর্জুন জুটিতে আস্থা রাজ্য বিজেপির

Last Updated:
#বারাকপুর: ভোটের প্রস্তুতি শুরু হয়েছে বারাকপুর কেন্দ্রেও। অতিস্পর্শকাতর এই কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের থেকে প্রায় দ্বিগুন কেন্দ্রীয় বাহিনী থাকবে ৷  থাকবে রাজ্য পুলিশও ৷ সব মিলিয়ে বারাকপুরে কড়া নজর নির্বাচন কমিশনের ৷ এমনটাই দাবি নির্বাচন কমিশনের ৷
বারাকপুরের মোট ১৫৬৭ বুথই স্পর্শকাতর ৷ ৭৩ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷ সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে ৷ এছাড়াও ২০টি কুইক রেসপন্স টিম থাকবে বারাকপুরে ৷ ৩০০ বুথে চলবে ওয়েব কাস্টিং ৷ এই মারফত কমিশন সরাসরি নজর রাখবে সবকটি বুথে ৷ ২৫২টি বুথে থাকবেন মাইক্রো অবজার্ভাররা ৷ ভোট প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে ৷ সিসি ক্যামেরায় চলবে নজরদারি ৷ মোট ৪৯৫ রকমের কমিশনের পর্যবেক্ষণের আওতায় থাকবে পঞ্চম দফার ভোট ৷
advertisement
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ২৮ হাজার ৮৯৭ ৷ ইভিএম, ভিভিপ্যাট নিয়ে ইতিমধ্যেই ভোটকর্মীরা রওনা হয়েছেন ভোটকেন্দ্রের উদ্দেশে ৷
advertisement
বারাকপুর লোকসভায় হ্যাটট্রিকের লক্ষ‍্যে এবার ভোট লড়ছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী ৷ অন‍্যদিকে, তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী সদ‍্য তৃণমূল ছেড়ে আসা অর্জুন সিং ৷ মুকুল-অর্জুন জুটিতে এই আসন তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি ৷ ভোট কাটাকাটির অঙ্কে আশাবাদী এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ‍্যায়ও ৷ এই কেন্দ্রের সব বুথকেই স্পর্শকাতর বলে চিহ্ণিত করেছে কমিশন ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারাকপুরে হ‍্যাটট্রিক দীনেশ ত্রিবেদীর ! মুকুল-অর্জুন জুটিতে আস্থা রাজ্য বিজেপির
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement