বারাকপুরে হ্যাটট্রিক দীনেশ ত্রিবেদীর ! মুকুল-অর্জুন জুটিতে আস্থা রাজ্য বিজেপির
Last Updated:
#বারাকপুর: ভোটের প্রস্তুতি শুরু হয়েছে বারাকপুর কেন্দ্রেও। অতিস্পর্শকাতর এই কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের থেকে প্রায় দ্বিগুন কেন্দ্রীয় বাহিনী থাকবে ৷ থাকবে রাজ্য পুলিশও ৷ সব মিলিয়ে বারাকপুরে কড়া নজর নির্বাচন কমিশনের ৷ এমনটাই দাবি নির্বাচন কমিশনের ৷
বারাকপুরের মোট ১৫৬৭ বুথই স্পর্শকাতর ৷ ৭৩ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে ৷ সব বুথেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে ৷ এছাড়াও ২০টি কুইক রেসপন্স টিম থাকবে বারাকপুরে ৷ ৩০০ বুথে চলবে ওয়েব কাস্টিং ৷ এই মারফত কমিশন সরাসরি নজর রাখবে সবকটি বুথে ৷ ২৫২টি বুথে থাকবেন মাইক্রো অবজার্ভাররা ৷ ভোট প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে ৷ সিসি ক্যামেরায় চলবে নজরদারি ৷ মোট ৪৯৫ রকমের কমিশনের পর্যবেক্ষণের আওতায় থাকবে পঞ্চম দফার ভোট ৷
advertisement
এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৪ লক্ষ ২৮ হাজার ৮৯৭ ৷ ইভিএম, ভিভিপ্যাট নিয়ে ইতিমধ্যেই ভোটকর্মীরা রওনা হয়েছেন ভোটকেন্দ্রের উদ্দেশে ৷
advertisement
বারাকপুর লোকসভায় হ্যাটট্রিকের লক্ষ্যে এবার ভোট লড়ছেন তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী ৷ অন্যদিকে, তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী সদ্য তৃণমূল ছেড়ে আসা অর্জুন সিং ৷ মুকুল-অর্জুন জুটিতে এই আসন তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি ৷ ভোট কাটাকাটির অঙ্কে আশাবাদী এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ও ৷ এই কেন্দ্রের সব বুথকেই স্পর্শকাতর বলে চিহ্ণিত করেছে কমিশন ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
May 05, 2019 5:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারাকপুরে হ্যাটট্রিক দীনেশ ত্রিবেদীর ! মুকুল-অর্জুন জুটিতে আস্থা রাজ্য বিজেপির