Saayoni Ghosh: সায়নী ঘোষকে ঘিরে চাঞ্চল্য, প্রচারের সময়ই ঘটল বড় ঘটনা! দৌড়ে এলেন কর্মীরা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Lok Sabha Election 2024: বৃহস্পতিবার সকাল থেকেই প্রচার চালাচ্ছিলেন সায়নী। ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন তিনি। এলাকার মানুষজনের সঙ্গে কথাও বলছিলেন তৃণমূল প্রার্থী।
দক্ষিণ ২৪ পরগণা: প্রচারে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন যাদবপুরের তারকা প্রার্থী সায়নী ঘোষ। আগামী ১ জুন লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোট যাদবপুরে। তার আগেই ভাঙড় এলাকায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
বৃহস্পতিবার সকাল থেকেই প্রচার চালাচ্ছিলেন সায়নী। ভাঙড়ের শানপুকুর, ভোগালি ১ ও ভোগালি ২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন তিনি। এলাকার মানুষজনের সঙ্গে কথাও বলছিলেন তৃণমূল প্রার্থী। এদিন হুডখোলা গাড়িতে চেপে প্রচার চালাচ্ছিলেন সায়নী ঘোষ। সায়নীর সঙ্গেই গাড়িতে ছিলেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করেন সায়নী।
আরও পড়ুন: YouTube-ভিডিও থেকে কত টাকা আয় হয়? ১ মিলিয়ন ভিউজ হলে কত রোজগার হয়? ৯৯% লোকজনই জানেন না
advertisement
advertisement
অসুস্থ হওয়ার পর সায়নীকে গাড়ি থেকে নামানো হয়। এরপর কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। পরে আবার কিছুক্ষণ নিজের গাড়ি থেকে প্রচার চালান সায়নী। যদিও তাররক তিনি হঠাত্ই প্রচার বন্ধ করে চলে যান। জানা গিয়েছে, এদিন অসুস্থ বোধ করেন শওকত মোল্লাও। প্রচার ছেড়ে চলে যান তিনিও।
ফের চড়ছে তাপমাত্রার পারদ। কয়েকদিনের স্বস্তির বৃষ্টিতে সামান্য তাপমাত্রা কমলেও আবার বাড়তে শুরু করেছে পরিবেশের তাপ। সঙ্গে বাড়ছে গরমের কারণে অসুস্থতা। বিভিন্ন সময়েই দেখা গিয়েছে প্রার্থীরা প্রচারে বেরিয়ে গরমের কারণে অসুস্থ বোধ করছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2024 5:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saayoni Ghosh: সায়নী ঘোষকে ঘিরে চাঞ্চল্য, প্রচারের সময়ই ঘটল বড় ঘটনা! দৌড়ে এলেন কর্মীরা