Lok Sabha Election 2024: প্রচারের ফাঁকে পুরনো পেশায় ফিরে গেলেন তৃণমূল প্রার্থী

Last Updated:

Lok Sabha Election 2024: নির্বাচনী জনসংযোগে বেরিয়ে প্রার্থীদের নানান কিছু করতে হয়। কখনও গরমে বাঁচতে জলছত্র, কখনও আবার গুড় জল দিতে দেখা যায়। সেই নির্বাচনী প্রচারের মাঝেই নিজের চেনা রূপে ধরা দিলেন বর্ধমান-পূর্বের তৃণমূল প্রার্থী ডা: শর্মিলা সরকার

রোগীর সঙ্গে শর্মিলা 
রোগীর সঙ্গে শর্মিলা 
পূর্ব বর্ধমান: প্রচারের ফাঁকে ফিরে গেলেন নিজের পেশায়। প্রার্থীকে এই রূপে দেখে অবাক অনেকেই। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। তবে বর্তমানে সেই কাজে বিরতি নিয়ে ভোট প্রচারে ব্যস্ত আছেন। এরই মাঝে তাঁকে দেখা গেল নিজের পুরনো পেশায়।
নির্বাচনী জনসংযোগে বেরিয়ে প্রার্থীদের নানান কিছু করতে হয়। কখনও গরমে বাঁচতে জলছত্র, কখনও আবার গুড় জল দিতে দেখা যায়। সেই নির্বাচনী প্রচারের মাঝেই নিজের চেনা রূপে ধরা দিলেন বর্ধমান-পূর্বের তৃণমূল প্রার্থী ডা: শর্মিলা সরকার। বুধবার সকালে রাজ্যের মন্ত্রী ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে পূর্বস্থলী-১ ব্লকে যান। হেমাতপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে থাকাকালীন তাঁর কাছে আসেন এক রোগী। নিজের পুরানো প্রেসক্রিপশন নিয়ে মনোরোগ বিশেষজ্ঞ তথা তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের কাছে হাজির হন তিনি।
advertisement
advertisement
যথারীতি সেই রোগীর সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী। এই প্রসঙ্গে বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার জানান, ওই ব্যক্তি আগে তাঁরই পেশেন্ট ছিলেন। বর্তমানে উনি অন্য চিকিৎসকের কাছে চিকিৎসা করান। তবে তাঁকে সামনে পেয়ে ছুটে আসেন। পুরানো প্রেসক্রিপশন দেখে ওষুধ যা যা কমানো বা বাড়ানোর প্রয়োজন তা করে দিয়েছেন বলে জানান তৃণমূল প্রার্থী। এই প্রসঙ্গে আর‌ও জানান, ভোট প্রচারের জন্য এখন সেভাবে রোগী দেখছেন না। কিন্তু এটাই তাঁর আসল জায়গা। তাই বিপন্ন কাউকে দেখলে তিনি অবশ্যই তাঁদের সাহায্য করবেন।
advertisement
প্রসঙ্গত দিন কয়েক আগে বৃষ্টিকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার সারতে দেখা গিয়েছিল শর্মিলা সরকারকে। আর এবার প্রচারের ফাঁকেই তিনি এক ঝলক ফিরে গেলেন পুরনো পেশায়।
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: প্রচারের ফাঁকে পুরনো পেশায় ফিরে গেলেন তৃণমূল প্রার্থী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement