Lok Sabha Election: ভোটে বন্ধ পেট্রাপোল, অন‍্য ছবি সীমান্তে

Last Updated:

মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ তুলকালাম কোলঘাটে৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, আদালতের বিশেষ বিশেষ রক্ষাকবচ থাকা সত্ত্বেও তাঁর বাড়িতে বেআইনি ভাবে অভিযান চালিয়েছে পুলিশ৷ আর তাই নিয়েই কোলাঘাট থানার সামনে ক্ষোভে ফেটে পড়লেন শুভেন্দু অধিকারী৷ তিনি বললেন, ‘মমতার অত্যাচারের শিকার আমি৷ আমার অনুপস্থিতিতে বা আমার অনুমোদিত প্রতিনিধি ছাড়া এ ভাবে বাড়িতে তল্লাশি করা যায় না৷ এটা বেআইনি৷ আমি নির্বাচন কমিশনকে বলব, তল্লাশি করতে যে পুলিশি আধিকারিকরা এসেছিলেন, তাঁদের সাসপেনশন চাইছি৷ বদলি নয়, সাসপেনশন৷’

ভারতে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। পঞ্চম দফায় ভোটগ্রহণ হল বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বনগাঁ লোকসভা কেন্দ্রেও। সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ। তবে এই ভোট গ্রহণ প্রক্রিয়ার মাঝেই অন্যান্য দিনের চেনা ব্যস্ততার পেট্রাপোল স্থলবন্দরের ছবিটা যেন অনেকটাই অচেনা ছিল।
ভোট গ্রহণ চলায় এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থলবন্দরে নিরাপত্তার স্বার্থে যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আর এর জেরেই কিছুটা হলেও সমস্যায় পড়েছেন বাংলাদেশ থেকে প্রয়োজনে ভারতে আসা মানুষজন। বনগাঁ সীমান্ত এলাকায় বহু মানুষ রয়েছেন যারা দু’দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাস করেন। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ তুলেছে, বাংলাদেশ থেকে একশ্রেণির লোক ভারতে এসে ভোট দিয়ে ফের বাংলাদেশে ফিরে যায়। এবার সেই সমস্ত ভোটার এবং ভোটের সময় পেট্রাপোল এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election: ভোটে বন্ধ পেট্রাপোল, অন‍্য ছবি সীমান্তে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement