Lok Sabha 2024: সাত সকালে ব্যাগ হাতে কী করলেন তারকা প্রার্থী, জানলে চক্ষুচড়ক গাছ!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Lok Sabha 2024: লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন ঘাটাল কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবে থাকতে হচ্ছে ঘাটালে। দাসপুরে বাড়ি ভাড়া নিয়েই থাকছেন অভিনেতা তথা সাংসদ পদপ্রার্থী হিরণ।
পশ্চিম মেদিনীপুর: লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন ঘাটাল কেন্দ্র থেকে। স্বাভাবিকভাবে থাকতে হচ্ছে ঘাটালে। দাসপুরে বাড়ি ভাড়া নিয়েই থাকছেন অভিনেতা তথা সাংসদ পদপ্রার্থী হিরণ। তবে এদিন সকালে যা করলেন, জানলে চক্ষুচড়ক গাছ হবে আপনার। সকাল সকাল তিনি ড্রাইভারকে নিয়ে ছুটলেন হাটে। ব্যাগ ভর্তি বাজার করে ফিরলেন বাড়ি।
আরও পড়ুনঃ গরমের ফল দূর করবে জেদি UTI-কে! প্রতিদিন দু-বেলা করে খান এই ‘ম্যাজিক’ জুস! মিলবে মুক্তি
সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনের দিনক্ষণ এবং প্রার্থী ঘোষণা হতেই আসরে নেমেছে রাজনৈতিক দলের প্রার্থী থেকে নেতা কর্মীরা। তবে হাইভোল্টেজ কেন্দ্র ঘাটাল। একদিকে দেব আর অন্যদিকে হিরন দুজনেই প্রচারে ব্যস্ত। তবে বৃহস্পতিবার সকালে হিরনকে দেখা গেল দাসপুরের একটি হাটে। দামদর করে কিনলেন টাটকা কাঁচা সবজি, মাছও। পকেট থেকে টাকা বের করে দিলেন দোকানদারকে। ব্যাগ ভর্তি করেই ফিরলেন বাড়িতে।
advertisement
অভিনেতা হিরণ এর আগে খড়গপুর থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছেন। পাশাপাশি পৌরসভা নির্বাচনেও জয়লাভ করেছেন তিনি। স্বাভাবিকভাবে খড়্গপুরে থাকতেন। কিন্তু তার সব সময় মন পড়ে থাকত গ্রামেই। তাই সকাল থেকে তিনি ব্যাগ হাতে বেরিয়ে পড়লেন বাজারে। প্রসঙ্গত গ্রামে জন্ম হিরনের। অভিনয়ের কারণে কিংবা পড়াশোনার জন্য শহরে থাকলেও তার মন থাকতো গ্রামে।
advertisement
advertisement
যদিও হিরনের বক্তব্য, জমানঅর্থ কম তাই বাড়িতে নেই ফ্রিজ। টাটকা সবজি পেতেই তিনি হাটে এসেছেন এবং দরদাম করেই কিনছেন কাঁচা সবজি। শহর নয়, গ্রামের ছেলে হিসেবে গ্রামেই তার মন পড়ে রইত। শুধু তাই নয়, এদিন বাজারে বেরিয়েও জনসংযোগ সারেন তিনি। বেশ কিছু মানুষকে দেখা যায় তার সঙ্গে সেলফি তুলতে। তবে নির্বাচনের আগে যুযুধান এই কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে হিরন ও দেবের মধ্যে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2024 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha 2024: সাত সকালে ব্যাগ হাতে কী করলেন তারকা প্রার্থী, জানলে চক্ষুচড়ক গাছ!