Lok Sabha Election 2024: বাউল গানে ভোটের বার্তা, নিজের গরজেই শিল্পীর অবাক কাণ্ড
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Lok Sabha Election 2024: সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা সেই নিয়ে ও প্রশ্ন তৈরি হয় জনগণের মধ্যে। তাই এই কাজ শুরু করেছেন বাউল শিল্পী স্বপন দত্ত
পূর্ব বর্ধমান: গানের সুরে মানুষকে সচেতন করতে পথে নেমেছেন বাউল শিল্পী। জনসাধারণের মধ্যে ভোটের ভয় ভীতি দূর করতেই এমন উদ্যোগ বাউল শিল্পী স্বপন দত্তের। নির্বাচনের আগে তাঁর অভিনব এই কর্মসূচির ছবি ধরা পড়ল জেলায়।
পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে দেখা মিলল স্বপন দত্ত বাউলের। লোকসভা নির্বাচনের আগে স্বপনবাবু নিজস্ব উদ্যোগেই লোকজনকে সচেতন করার কাজ করছেন। তাঁর কথায়, নির্বাচন এলেই জনসাধারণের মনে নানান প্রশ্ন জাগে।
আরও পড়ুন: চৈত্র সেলে বিক্রি কম, চিন্তায় ব্যবসায়ীরা
advertisement
নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে কিনা সেই নিয়ে ও প্রশ্ন তৈরি হয় জনগণের মধ্যে। তাই এই কাজ শুরু করেছেন তিনি। নিজের অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে শিল্পী স্বপন দত্ত বলেন, আমি নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে বর্ধমান থেকে ছুটে এসেছি যেন কালনা মহকুমা অঞ্চলে শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং মানুষ নিজেরা নিজেদের ভোট দিতে পারে। শান্তির বার্তা দিতে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি। তাঁর বাউল গানের সুর শুনে দাঁড়াচ্ছেন পথ চলতি অনেকেই।
advertisement
কেবল শহরে নয়, এর আগে পূর্ব বর্ধমানের আউশগ্রাম, জামালপুর, গুসকরা সহ একাধিক জায়গায় তিনি গান গেয়ে সচেতনতার বার্তা দিয়েছেন সাধারণ ভোটারদের। সবাইকে নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার কথা বলছেন। পাশাপাশি গানের মধ্য দিয়ে ভোট নষ্ট না করতে আহ্বান জানাচ্ছেন জনগণকে।
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 11, 2024 9:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lok Sabha Election 2024: বাউল গানে ভোটের বার্তা, নিজের গরজেই শিল্পীর অবাক কাণ্ড
