'অনেক তৃণমূল নেতাই জেলে যাবে, সরকার পড়ে যাবে', বর্ধমানে হুঁশিয়ারি লকেটের
- Published by:Debamoy Ghosh
Last Updated:
লকেট অবশ্য প্রথম নন, এর আগে ডিসেম্বরে রাজ্য সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
#বর্ধমান: 'একের পর নেতা-মন্ত্রীর জেলে যাচ্ছেন। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী ডিসেম্বরের মধ্যে জেলের মধ্যে থাকবে। তাই আপনা আপনি সরকার পড়বে।'বর্ধমানে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করলেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
বিজেপি নেতারা দাবি করছেন, ডিসেম্বরের মধ্যেই তৃণমূল সরকার পড়ে যাবে। এ ব্যাপারে আপনি কী বলবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, 'এটা সাধারণ মানুষ চাইছে। সাধারণ মানুষ চাইছে এরা এত দুর্নীতি করেছে, এই সরকারকে ভোট দিয়ে তারা ভুল কাজ করেছে।তাঁরা চান, এই সরকার যত তাড়াতাড়ি হোক পড়ুক।কারণ একের পর নেতা-মন্ত্রীর জেলে যাচ্ছে। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী ডিসেম্বরের মধ্যে জেলের মধ্যে থাকবে। তাই জন্য আপনা আপনি সরকার পড়বে।'
advertisement
advertisement
লকেট অবশ্য প্রথম নন, এর আগে ডিসেম্বরে রাজ্য সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এর পরে এই হুমকি শোনা গিয়েছে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের মতো বিজেপি নেতাদের গলায়৷
নিয়োগ দুর্নীতি নিয়েও বিস্ফোরক দাবি করেছেন লকেট৷ তাঁর অভিযোগ, 'বিরাট বড় দুর্নীতি হয়েছে। কেঁচো খুঁড়তে কেউটে বেরনোর মতো অবস্থা। প্রায় ৫৭ হাজারের মতো বেআইনি চাকরি এরা দিয়েছে। কোন কোন প্রভাবশালী নেতা যুক্ত তার লিস্ট রয়েছে। একা মানিক ভট্টাচার্য করেননি। অনেক বড় বড় নেতার হাত ছিল। অনেক লিস্ট কালীঘাট থেকে এসেছে, নবান্ন থেকে এসেছে,অনেক নেতা মন্ত্রীদের কাছে থেকে এসেছে। তারাও টাকা পেয়েছে এবং এই নিয়ে মানিক ভট্টাচার্য প্রচুর টাকা খেয়েছেন। আমরা চাই তদন্ত হোক। বড় বড় মাথাগুলো সামনে বেরিয়ে আসুক এবং যাদের হাত মানিক ভট্টাচার্যের মাথায় ছিল তাঁদের নাম সর্ব সমক্ষে আসুক। বাংলার মানুষ জানুক।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 29, 2022 8:05 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'অনেক তৃণমূল নেতাই জেলে যাবে, সরকার পড়ে যাবে', বর্ধমানে হুঁশিয়ারি লকেটের