ওজনে কম চাল-ডাল বিতরণ, রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ কাঁথিতেও!

Last Updated:

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

SUJIT BHOWMIK
#কাঁথি: ওজনে কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে গ্রাহকদের বিক্ষোভ। গ্রাহক বিক্ষোভে আজ উত্তেজনা ছড়ালো কাঁথির কুমিরদা এলাকায়। রেশন সামগ্রী ওজনে কম দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভের জেরেই উত্তেজনা ছড়ায়। মঙ্গলবার কাঁথি ৩ ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েত এলাকার খড়িপুকুরিয়ার রেশন দোকানদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, চাল ও আটা ওজনে কম দিচ্ছেন রেশন ডিলার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুমিরদা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজয়কৃষ্ণ বারুই। দেখা যায়, বহু উপভোক্তাকে তাদের প্রাপ্য চাল ও আটার থেকে কম দেওয়া হয়েছে অভিযোগ। এরপর উপস্থিত অনেককেই তাদের পাওনা অতিরিক্ত চাল ও আটা দিতে বাধ্য হন অভিযুক্ত ওই রেশন দোকানদার। উত্তেজিত জনতার সামনে দাঁড়িয়ে অভিযুক্ত রেশন ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ওজনে কম চাল-ডাল বিতরণ, রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ কাঁথিতেও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement