নন্দীগ্রামে উত্তেজনা ! ভোট শেষে জওয়ানদের বুথের মধ্যে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের !

Last Updated:
#নন্দীগ্রাম: নন্দীগ্রামে উত্তেজনা! ভোট শেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বুথের মধ্যে আটকে রেখে বিক্ষোভ! জানা যায়, সারাদিন ধরে ভোটারদের সঙ্গে অশালীন আচরণ এবং দুর্ব্যবহারের অভিযোগ তুলে পোলিং স্টাফ সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে! কিন্তু এখনও পর্যন্ত ঘেরাও বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নন্দীগ্রামের উত্তেজিত গ্রামবাসীরা।
আজ, রবিবার দেশজুড়ে ছিল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক অঞ্চল। তবে, পরপর ছয় দফাতেই দেশের সব রাজ্যকে পিছনে ফেলে ভোটদানে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ ৷ প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল ৮১%, দ্বিতীয় দফায় ভোট পড়ে ৭৬.০৭%, তৃতীয় দফায় আরেকটু বেড়ে ভোটদানের হার ৭৮.৯৭%, চতুর্থ দফায় রাজ্যে ৫টা পর্যন্ত গড় ভোটের হার ৭৬.৪৪% এবং পঞ্চম দফাতেও ভোট পড়ে ৭৩.৯৭% ৷ এবার ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গ নিজেই নিজের রেকর্ড ভাঙল ৷ মোট ৮টি লোকসভা আসনে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮০.১৬% ৷
advertisement
ষষ্ঠ দফার ভোটে ভোটগ্রহণ হয় দেশের ৫৯টি লোকসভা আসনে। পশ্চিমবঙ্গের ৮টি আসন ছাড়াও ভোট হয় দিল্লির ৭টি কেন্দ্রে। নির্বাচন হয় উত্তরপ্রদেশের ১৪টি আসন, বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি আসনে। ভোটগ্রহণ মধ্যপ্রদেশের ৮টি ও ঝাড়খণ্ডের ৪টি আসনেও। এই দফায় নজরে থাকা বিজেপি প্রার্থীদের মধ্যে ছিলেন মনোজ তিওয়ারি, মিনাক্ষী লেখি, গৌতম গম্ভীর, রাধামোহন সিং, মানেকা গান্ধি, হর্ষ বর্ধন। কংগ্রেসের প্রার্থীদের মধ্যে নজরে ছিলেন শীলা দীক্ষিত, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, বিজেন্দ্র সিং। ষষ্ঠ দফায় নজরে ছিলেন প্রার্থী অখিলেশ সিং যাদবও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নন্দীগ্রামে উত্তেজনা ! ভোট শেষে জওয়ানদের বুথের মধ্যে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের !
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement