Gym Center: বাম আমলে তৈরি জিম সেন্টারের বেহাল দশা, হাল ফেরানোর দাবি স্থানীয়দের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Gym Center: ২০০১ সালে বাম আমলে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বজবজ-২ ব্লকের মুচিশা ফুটবল মাঠে তৈরি হয়েছিল এই জিম সেন্টারটি। ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল এই জিম সেন্টার
দক্ষিণ ২৪ পরগনা: জিম সেন্টারের ভগ্ন দশায় বিরক্ত স্থানীয়রা। বজবজের মুচিশার ঘটনা। এখানকার ভগ্নপ্রায় জিম সেন্টার সংস্কারের দাবি তুলেছে এলাকার মানুষজন। ঘটনা হলো পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতর ও সাংসদ এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে এই জিম সেন্টারটি তৈরি করা হয়েছিল।
২০০১ সালে বাম আমলে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বজবজ-২ ব্লকের মুচিশা ফুটবল মাঠে তৈরি হয়েছিল এই জিম সেন্টারটি। ১০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল এই জিম সেন্টার। কিন্তু বর্তমানে সেই জিম সেন্টারটির ভগ্নদশা দেখে হতবাক স্থানীয়রা। জিম সেন্টারের মধ্যে জিমের সমস্ত সরঞ্জাম পড়ে রয়েছে। কিন্তু সেন্টারের টিনের ছাউনি উড়ে গিয়েছে। তৎকালীন সাংসদ শমিক লাহিড়ী জানান, মুচিশার মাঠ অ্যাথলেটিক্সের জন্য বিখ্যাত। অ্যাথলেটিক্সের সঙ্গে জিম যেহেতু জড়িত তাই এখানে জিম সেন্টারটি তৈরি করা হয়েছিল। কিন্তু তা এখন খারাপ অবস্থায় রয়েছে।
advertisement
advertisement
এই নিয়ে বজবজ-২ পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি জানান, ইতিমধ্যেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে জিম সেন্টারটি সংস্কারের বিষয়ে লিখিতভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে একটি মাল্টি জিম তৈরি করা হবে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। সমস্যাগুলিকে পিছনে ফেলে জিম সেন্টারটির দ্রুত সংস্কার হলে ভাল হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 9:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gym Center: বাম আমলে তৈরি জিম সেন্টারের বেহাল দশা, হাল ফেরানোর দাবি স্থানীয়দের