ব্রিটিশ আমলের পোস্ট অফিস আজ বেহাল, সমস্যায় গ্রাহকেরা
Last Updated:
বৃটিশ আমলের তৈরি এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল এলাকার বহু বাসিন্দা
#সুমন সাহা, নরেন্দ্রপুর: অচল অবস্থায় বোড়ালের শতাব্দী প্রাচীন পোস্ট অফিস। বৃটিশ আমলে তৈরি এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল এলাকার বাসিন্দারা। কিন্তু সমস্ত পরিষেবাই বন্ধ মাসের শুরু থেকে। সাধারণ গ্রাহক, পেনশনভোগী থেকে এজেন্ট সকলেই দুর্ভোগের মধ্যে পড়েছেন। কাজ হারানোর আশঙ্কা এজেন্টদের। বয়স্ক পেনশনভোগীদের বক্তব্য, একটানা এই সমস্যায় তাঁদের দুর্ভোগ বেড়েই চলেছে। অভিযোগ, বারবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনও লাভ হয়নি।
পোস্টমাষ্টার জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবু সমস্যা না মেটায় সমস্ত পরিষেবায় বন্ধ। স্থানীয় এক গ্রাহক প্রদীপ কুমার ঘোষ জানান, '' এই পোস্ট অফিস স্বাধীনতার আগে থেকে শুরু হলেও এখানে কম্পিউটার পরিষেবা এসেছে মাত্র দু'বছর। তবুও বেশিরভাগ সময় এখানে লিঙ্ক থাকে না।''
স্থানিয়দের অভিযোগ, '' টাকা-পয়সা পাঠানোর ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে। অনেকেরই পেনশন আসে এই পোস্ট অফিসেই। কিন্তু গত কয়েকদিন থেকে পোস্ট অফিসের তরফে বলা হচ্ছে, প্রিন্টার খারাপ, লিংক নেই, আপনারা অন্য কোথাও থেকে ব্যবস্থা করুন। বয়স্ক মানুষরা এসে এসে ফিরে যাচ্ছেন।'' পোস্টমাস্টার মঙ্গল টুডু জানান, '' সফটওয়্যারের সমস্যা হয়েছে। ডিভিশনে পুরো ব্যাপারটি টেলিফোন ও মেইল করে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।''
advertisement
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 9:13 PM IST