Local Train: জনগণের তাড়ায় বন্ধ করাই যাচ্ছে না লেভেল ক্রসিংয়ের গেট, পরের পর লেট লোকাল ট্রেনের
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Local Train: স্রেফ লেভেল ক্রসিং বন্ধ করতে না পারায় সকালের ব্যস্ত সময়ে প্রতিটি স্টেশনে ঢোকার মুখে এক একটি লোকাল ট্রেন ১০-১৫ মিনিট করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। এরফলে স্টেশনে অপেক্ষারত যাত্রীদের সংখ্যা বাড়ছে
হুগলি: হাতে অল্প সময়, শর্টকাট পথ ধরতে জীবনের ঝুঁকি নিয়েই লেভেল ক্রসিং পারাপার করছেন সবাই। রেলের সতর্ক বার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিদিন এভাবেই যাতায়াত চলছে রিষড়া, উত্তরপাড়া, বৈদ্যবাটি, বেলুড়ের মত জনবহুল রেলস্টেশন সংলগ্ন এলাকায়। এর ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা রেলের।
রেলের পক্ষ থেকে প্রতি মুহূর্তে লেভেল ক্রসিং মেনে পারাপার হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যতই তাড়া থাকুক না কেন যতক্ষণ না লেভেল ক্রসিং খুলছে ততক্ষণ লাইন পার না করার কথা বলছেন রেলের আধিকারিকরা। অথচ প্রায়শই দেখা যায় রেলগেটগুলি বন্ধ হওয়ার মুখে মানুষজন তাড়াহুড়ো করে সেটি পেরোনোর চেষ্টা করছে। ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করতে চেয়েও বন্ধ করা যাচ্ছে না। দেখা যাচ্ছে রেলগেট বন্ধ হওয়ার সাইরেন বাজা সত্ত্বেও গাড়ি, বাইক ইত্যাদি ক্রমাগত লেভেল ক্রসিংয়ের গেটের মধ্যে দিয়ে চলাচল করছে। এরফলে বাধ্য হয়ে লেভেল ক্রসিং গেট খোলা থাকার কারণে ট্রেন স্টেশনে ঢোকার মুখে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে।
advertisement
advertisement
সেফ লেভেল ক্রসিং বন্ধ করতে না পারায় সকালের ব্যস্ত সময়ে প্রতিটি স্টেশনে ঢোকার মুখে এক একটি লোকাল ট্রেন ১০-১৫ মিনিট করে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে। এরফলে স্টেশনে অপেক্ষারত যাত্রীদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই ট্রেন দেরিতে চলছে এবং সর্বোপরি ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রিষড়ার ৩ ও ৪ নং রেলগেট, উত্তরপাড়ায় ২সি, বৈদ্যবাটিতে ১১ স্পেশাল, বেলুড়ে দেড় নম্বর গেট, তালিতে ৫৬ স্পেশাল ইত্যাদি গেটগুলির ক্ষেত্রে এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটি ট্রেন এই বিলম্বের কারণে গন্তব্যে পৌঁছতে দেরি করলে তার ফলে সেই ট্রেনটি ফেরত আসার সময়েও একইরকম দেরি করে ফেলছে। এতে আখেরে যাত্রীদের এই অসুবিধা হচ্ছে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
advertisement
এই পরিস্থিতিতে রিষড়ার স্থানীয় বাসিন্দাদের দাবি, রেল তাদের এখানে আন্ডার পাস করে দিলে এই সমস্যা অনেকটাই কমে যাবে। তবে রিষড়া স্টেশনের আন্ডার পাশের কাজ শুরু হলেও তা এখন বিশ বাঁও জলে। কবে যে কাজ শেষ হবে আর কবে মানুষ তা ব্যবহার করতে পারবে তাই নিয়ে সুর চড়িয়েছে আমজনতা।
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2024 9:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train: জনগণের তাড়ায় বন্ধ করাই যাচ্ছে না লেভেল ক্রসিংয়ের গেট, পরের পর লেট লোকাল ট্রেনের