Local Train Cancel: সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল

Last Updated:

Local Train: সাতসকালে যাত্রী ভোগান্তি, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায়, সকালে ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল বন্ধ কয়েকঘণ্টা।

সাত সকালে ওভারহেড তার চেয়ে বিপত্তি দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া-আমতা রুটি
সাত সকালে ওভারহেড তার চেয়ে বিপত্তি দক্ষিণ-পূর্ব শাখার হাওড়া-আমতা রুটি
হাওড়া: সপ্তাহের প্রথম দিনেই ট্রেনে যাত্রী ভোগান্তি হাওড়ায়, দক্ষিন-পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় ওভার হেড তার ছিঁড়ে বিপত্তি। আপাতত বন্ধ রয়েছে হাওড়া আমতা লাইনের ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম দিনে সকালে এই সমস্যার জেরে আটকে পরে দিনের প্রথম ট্রেন। ফলে নাজেহাল বহু যাত্রী।
সোমবার সকাল ছ’টা নাগাদ সমস্যা শুরু হয়। এই সমস্যার জেরে কয়েক ঘণ্টা কেটে গেলেও সমাধান হয়নি। রেলের তরফ থেকে কোনওরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ যাত্রীদের। এই ঘটনা পরিচর্যার অভাব বলেই মনে করছেন যাত্রীরা।
আরও পড়ুনঃ ছোট ছোট উপসর্গই জানায় শরীরে বাসা বাঁধছে মারণ ক্যানসার, কোনগুলি ভুলেও অবহেলা করবেন না? জানা দরকার
অন্যদিকে, হাওড়া-আমতা শাখায় নানা সমস্যা রয়েছে বলে অভিযোগ যাত্রীদের। তাঁরা আরও অভিযোগ করেন, প্রতিনিয়ত ট্রেন লেট থাকার কারণে সমস্যার মধ্যে পরতে হয় যাত্রীদের। তার উপর সপ্তাহ শুরু কাজের প্রথম দিন সকালে এমন ঘটনা। সমস্যায় কর্মসংস্থামুখী মানুষ ব্যবসায়িক চাকরিজীবী। ফলে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরাও সমস্যার সম্মুখীন। রেল সূত্রে জানা গিয়েছে, দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে।
advertisement
advertisement
রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local Train Cancel: সাতসকালে ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখায় বন্ধ ট্রেন চলাচল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement