Konnagar Station Mishap: ৩ নম্বর প্ল্যাটফর্মে আসবে গোঘাট লোকাল, অপেক্ষায় যাত্রীরা! কোন্নগর স্টেশনে যা ঘটল, হতবাক সবাই

Last Updated:

এ দিন সন্ধ্যায় হাওড়া থেকে ছেড়ে কোন্নগর স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল আপ গোঘাট লোকালের৷

কোন্নগর স্টেশনে প্ল্যাটফর্মের বাইরে লোকাল ট্রেন৷
কোন্নগর স্টেশনে প্ল্যাটফর্মের বাইরে লোকাল ট্রেন৷
রানা কর্মকার, কোন্নগর: সন্ধেবেলার ব্যস্ত সময়ে কোন্নগর স্টেশনে আতঙ্ক৷ প্ল্যাটফর্মে না থেমেই এগিয়ে গেল লোকাল ট্রেন৷ ট্রেন প্ল্যাটফর্মে না থেমে এগিয়ে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রেলযাত্রীরাও৷ স্টেশনে থামার কথা থাকলেও কেন চালক ট্রেন থামালেন না, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ৷
স্থানীয় সূত্রে খবর, এ দিন সন্ধ্যায় হাওড়া থেকে ছেড়ে কোন্নগর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ছিল আপ গোঘাট লোকালের৷ কোন্নগর স্টেশনের রেল লাইনের উপর দিয়ে পারাপার করেন অনেক যাত্রীই৷ গোঘাট লোকাল আসার আগে স্টেশনে তা ঘোষণাও করা হয়৷ ট্রেন প্ল্যাটফর্মে থামবে জেনেই তখন নিশ্চিন্ত মনে অনেক রেল যাত্রীই ১ নম্বর লাইন পেরিয়ে যাতায়াত করছিলেন৷
advertisement
কিন্তু স্টেশনে অপেক্ষারত যাত্রীদের অবাক করে দিয়েই প্ল্যাটফর্ম ছাড়িয়ে এগিয়ে যায় গোঘাট লোকাল৷ ভাগ্যক্রমে সেই সময় রেল লাইনে কেউ না থাকায় বড় বিপদ ঘটেনি৷ ট্রেন স্টেশন ছাড়িয়ে চলে যাওয়ায় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়৷ ট্রেনের প্রায় পাঁচটি কামরা প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে যায়৷ এর পরই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি৷
advertisement
ওই অবস্থাতেই ট্রেন থেকে লাফিয়ে নামার চেষ্টা করেন অনেক যাত্রী৷ যদিও স্টেশন কর্তৃপক্ষ মাইকে ঘোষণা করেন, ট্রেনকে পিছিয়ে প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে৷ এর পর ট্রেনটি পিছিয়ে ফের এক নম্বর প্ল্যাটফর্মে আনা হয়৷ যাত্রীদের ওঠানামার পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Konnagar Station Mishap: ৩ নম্বর প্ল্যাটফর্মে আসবে গোঘাট লোকাল, অপেক্ষায় যাত্রীরা! কোন্নগর স্টেশনে যা ঘটল, হতবাক সবাই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement