Summer Vacation|| সরকারি ছুটি ঘোষণার পরেও স্কুল খোলা! পটাশপুরে এরপর যা ঘটল...! তাজ্জব করা কাণ্ড
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bangla News: সরকারি ছুটি ঘোষণার পরেও কেন স্কুল খোলা হয়েছে, প্রথমদিকে এই নিয়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বচসা বাধে। অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ পর্যন্ত দেখায়...
পটাশপুর: জরুরি ভিত্তিতে রাজ্য সরকার সমস্ত স্কুল ও সরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণার পরেও স্কুল খোলা রেখে পরীক্ষা নেওয়ার ঘটনায় স্কুলের গেটের তালা বন্ধ করে ক্ষোভ প্রকাশ বিক্ষোভ দেখান অভিভাবকেরা। রাজ্যে গ্রীষ্মের দাবদাহের জন্য সোমবার থেকে এক সপ্তাহ সরকারি স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষনা হয়েছে। অভিযোগ সেই নির্দেশকে অমান্য করে পটাশপুরের পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষা সদনে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ইউনিট স্টেট পরীক্ষার আয়োজন করে। সোমবার সকাল সাড়ে দশ'টায় স্কুলে উপস্থিত হয়েছে স্কুল পড়ুয়ারা।
সরকারি ছুটি ঘোষণার পরেও কেন স্কুল খোলা হয়েছে, প্রথমদিকে এই নিয়ে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের বচসা বাধে। অভিভাবকেরা স্কুলে বিক্ষোভ পর্যন্ত দেখায়। যদিও শেষ পর্যন্ত অভিভাবকদের সেই দাবীকে অগ্রাহ্য করে স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ শিয়রে পঞ্চায়েত নির্বাচন, দিন ঘোষণার আগে শুরু ঘাসফুলের দেওয়াল লিখন
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পীযুষকান্তি জানার দাবি, স্কুলের পাশে গ্রামে অনুষ্ঠানের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। সোমবার থেকে স্কুলে পরীক্ষা নেওয়ার বিষয়টি আগাম নোটিশ দিয়ে জানানো হয়। আকস্মিক এই ছুটি ঘোষণার ফলে জটিলতা তৈরি হয়েছে।
advertisement
যেহেতু ছাত্র-ছাত্রীরা সবাই স্কুলে উপস্থিত হয়েছে তাই সোমবার স্কুলে পরীক্ষা নেওয়া হচ্ছে। মঙ্গলবার থেকে সরকারি নির্দেশিকা মেনে স্কুল ছুটি থাকবে।স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কথায় আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের স্কুল খোলা থাকবে এমনটাই নির্দেশ দিয়েছেন তাই আমারা এসেছি। পরে অভিভাবকরা স্কুলের গেটে তালা দিয়ে তারা শিক্ষকদের কাছে জানতে চান শিক্ষকদের কাছে অন্যান্য স্কুল বন্ধ থাকা সত্বেও এই স্কুল খোলা এই নিয় বিক্ষোভ দেখান। ঘটনার খবর পেয়ে পটাশপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের আটক করেন।
advertisement
পঙ্কজ দাশ রথী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 18, 2023 11:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Summer Vacation|| সরকারি ছুটি ঘোষণার পরেও স্কুল খোলা! পটাশপুরে এরপর যা ঘটল...! তাজ্জব করা কাণ্ড