Hooghly news: নির্বিচারে কাটা হচ্ছে গাছ! ইমামবাড়ায় সবুজ বাঁচাল স্থানীয় মানুষ ও বিজ্ঞান মঞ্চ

Last Updated:

ইমামবাড়ার গাছ বাঁচাতে পথে নামল মানুষ, বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপে রক্ষা পেল সবুজ।

+
জেসিবি

জেসিবি দিয়ে কাটা হচ্ছিল গাছ

হুগলি: ইমামবাড়ার গাছ বাঁচাতে পথে নামল মানুষ, বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপে রক্ষা পেল সবুজ। বুধবার চুঁচুড়া ইমামবাড়ায় হাজি মহম্মদ মহসিনের সমাধিস্থলের পাশে চুপিসারে কেটে ফেলা হচ্ছিল কিছু ফলন্ত গাছ। খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পান, এলাকাবাসীর তীব্র প্রতিবাদে সাময়িকভাবে গাছ কাটা বন্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সেখান থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছিল নিঃশব্দে, সেই সময় বিজ্ঞান মঞ্চের প্রতিবাদে গাছ কাটা সাময়িকভাবে বন্ধ হয়। আজ ফের সেই কাজ শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। জেসিবি দিয়ে কেটে ফেলা হয় গাছের বহু ডাল।
আরও পড়ুন: মাহেশ জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু…! ভক্তদের সুবিধার্থে এইসব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
ঘটনার খবর জানতে পেরে বনদফতর ও পুলিশ ঘটনাস্থলে এসে এক অভিযুক্তকে আটক করে। সবুজ রক্ষার এই লড়াইয়ে সাধারণ মানুষের সচেতনতা ও বিজ্ঞান মঞ্চের তৎপরতাই শেষ পর্যন্ত রক্ষা করল ঐতিহাসিক স্থানের গাছগুলিকে। একদিকে যখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি নিয়ে বিশ্ব চিন্তিত, তখন এই ছোট্ট জয় প্রকৃতির পক্ষেই এক বড় বার্তা।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাজী মোহাম্মদ মহসিন ওয়াকফ স্টেট সূত্রে জানা গেছে, ওয়াকাফ স্টেটের মেডিসিন কমিটি ডেভেলপমেন্ট করার জন্য যাদের হাতে দিয়েছিল তারা কোনওরকম অনুমতি ছাড়াই এ গাছ কেটেছে। ওয়াকফ স্টেট এর উচিত ছিল বিষয়টা দেখভাল করার কিন্তু তারা সেটা করেনি, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষ থেকে বিজ্ঞান মঞ্চ।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: নির্বিচারে কাটা হচ্ছে গাছ! ইমামবাড়ায় সবুজ বাঁচাল স্থানীয় মানুষ ও বিজ্ঞান মঞ্চ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement