Hooghly news: নির্বিচারে কাটা হচ্ছে গাছ! ইমামবাড়ায় সবুজ বাঁচাল স্থানীয় মানুষ ও বিজ্ঞান মঞ্চ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
ইমামবাড়ার গাছ বাঁচাতে পথে নামল মানুষ, বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপে রক্ষা পেল সবুজ।
হুগলি: ইমামবাড়ার গাছ বাঁচাতে পথে নামল মানুষ, বিজ্ঞান মঞ্চের হস্তক্ষেপে রক্ষা পেল সবুজ। বুধবার চুঁচুড়া ইমামবাড়ায় হাজি মহম্মদ মহসিনের সমাধিস্থলের পাশে চুপিসারে কেটে ফেলা হচ্ছিল কিছু ফলন্ত গাছ। খবর পেয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পান, এলাকাবাসীর তীব্র প্রতিবাদে সাময়িকভাবে গাছ কাটা বন্ধ হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও সেখান থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছিল নিঃশব্দে, সেই সময় বিজ্ঞান মঞ্চের প্রতিবাদে গাছ কাটা সাময়িকভাবে বন্ধ হয়। আজ ফের সেই কাজ শুরু হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ মানুষ। জেসিবি দিয়ে কেটে ফেলা হয় গাছের বহু ডাল।
আরও পড়ুন: মাহেশ জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি শুরু…! ভক্তদের সুবিধার্থে এইসব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
ঘটনার খবর জানতে পেরে বনদফতর ও পুলিশ ঘটনাস্থলে এসে এক অভিযুক্তকে আটক করে। সবুজ রক্ষার এই লড়াইয়ে সাধারণ মানুষের সচেতনতা ও বিজ্ঞান মঞ্চের তৎপরতাই শেষ পর্যন্ত রক্ষা করল ঐতিহাসিক স্থানের গাছগুলিকে। একদিকে যখন জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতি নিয়ে বিশ্ব চিন্তিত, তখন এই ছোট্ট জয় প্রকৃতির পক্ষেই এক বড় বার্তা।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
হাজী মোহাম্মদ মহসিন ওয়াকফ স্টেট সূত্রে জানা গেছে, ওয়াকাফ স্টেটের মেডিসিন কমিটি ডেভেলপমেন্ট করার জন্য যাদের হাতে দিয়েছিল তারা কোনওরকম অনুমতি ছাড়াই এ গাছ কেটেছে। ওয়াকফ স্টেট এর উচিত ছিল বিষয়টা দেখভাল করার কিন্তু তারা সেটা করেনি, এমনটাই মনে করছেন স্থানীয় মানুষ থেকে বিজ্ঞান মঞ্চ।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 3:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: নির্বিচারে কাটা হচ্ছে গাছ! ইমামবাড়ায় সবুজ বাঁচাল স্থানীয় মানুষ ও বিজ্ঞান মঞ্চ